shono
Advertisement
Delhi pollution

কুয়াশার চাদরে ঢাকা পড়ল দিল্লি, ১৬টি বিমানের গতিপথ বদল, বাতিল ১১৮ উড়ান

অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি, জারি হয়েছে লাল সতর্কতা।
Published By: Amit Kumar DasPosted: 11:00 AM Dec 30, 2025Updated: 11:21 AM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের রাজধানী। শূন্যে নেমে গিয়েছে দৃশ্যমানতা। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত দিল্লির। ১৬টি বিমানের গতিপথ বদলের পাশাপাশি ১১৮টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। সময়সূচি বদল করা হয়েছে প্রায় ১৩০০টি উড়ানের। ব্যহত রেল পরিষেবা। সবমিলিয়ে অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি, জারি হয়েছে লাল সতর্কতা।

Advertisement

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার। ৯টা নাগাদ তা বেড়ে হয় ১০০ মিটার। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় দিল্লির বাতাসের গুনগত মান বা একিউআই ছিল ৪০১। যা ভয়ানক খারাপ বলে ধরা হয়। ঘন কুয়াশার জেরে মৌসুম ভবনের তরফে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি। রবিবারই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েক দিন অত্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশার দাপট চলবে। এই অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া সকালে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এবং অবশ্যই গাড়িতে ফগ লাইট ব্যবহারের বিধান দেওয়া হয়েছে।

ঘন কুয়াশার প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। সকাল থেকে দেরিতে চলতে বহু দূরপাল্লার ট্রেন। ১০০র বেশি ট্রেন দেরিতে চলছে। রবিবার সন্ধ্যা থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নয়ডা। দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে জেলাপ্রশাসন ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের রাজধানী।
  • ১৬টি বিমানের গতিপথ বদলের পাশাপাশি ১১৮টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।
  • সময়সূচি বদল করা হয়েছে প্রায় ১৩০০টি উড়ানের।
Advertisement