shono
Advertisement

ইদে গরু জবাই নয়, আরজি এই মুসলিম সংগঠনের

'অন্য কোনও ধর্মে আঘাত ইসলামের পরিপন্থী।' The post ইদে গরু জবাই নয়, আরজি এই মুসলিম সংগঠনের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Aug 23, 2017Updated: 12:30 PM Oct 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-হত্যা রুখতে সক্রিয় বিভিন্ন হিন্দু সংগঠন। স্বঘোষিত গো-রক্ষকদের দাপট সর্বত্র। তাতে বিভিন্ন সময় হেনস্তার মুখে পড়ছেন মুসলিমরা। এহেন অভিযোগ প্রায়শই উঠে আসছে। কিন্তু সে সব সরিয়ে রেখে নজিরবিহীন আরজি এক মুসলিম সংগঠনের। হায়দরাবাদের এই সংগঠনটির আরজি, যা করলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয় তা না করাই বাঞ্ছনীয়। তাই ইদে গরু জবাই না করারই আবেদন জানাচ্ছেন তাঁরা।

Advertisement

তিন তালাকের পথে হাঁটেননি এই মুসলিম সেলেবরাও ]

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র উৎসব ইদ-উল-আধহা। এ উৎসবে পশুকে উৎসর্গ করা হয়। কথিত আছে, ইব্রাহিম তাঁর সন্তানকে উৎসর্গ করতে চেয়েছিলেন ঈশ্বরের কাছে। তাঁর নিষ্ঠা দেখে নেমে আসে জিব্রাইল। ইব্রাহিমের সন্তানের জায়গায়, রেখে দেওয়া হয় ভেড়াকে। এই রীতির উদযাপনেই আজও পশুবলি দেওয়া হয়। কিন্তু গরু জবাইয়ে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়। আর তাই এই প্রথা রোখার আরজি ওই মুসলিম সংগঠনের। সংগঠনের তরফে জানানো হয়েছে, এ ব্যাপারে তাঁরা ইসলামির সেমিনারির ফতোয়া বিভাগের কাছে জানতে চেয়েছিল। তাদের প্রশ্ন ছিল, যে কাজ অন্য ধর্মের মানুষের ভাবাবেগকে আঘাত করছে তা কি করা উচিত? উত্তরে জানানো হয়, এরকম কাজে ইসলাম অনুমোদন দেয় না। কারও ধর্মবিশ্বাসে আঘাত করার কোনও কথারই ইসলাম ধর্মে উল্লেখ নেই। এ কথা জানানো হয়েছিল বেশ কয়েক বছর আগেই। তারপরই দারউল-ইফতা-জামাইয়া-নিজামি নামে ওই সংগঠন আবেদন জানায়, ইদে গরু জবাই করা বন্ধ হোক। যাতে হিন্দু ধর্মের বিশ্বাস আঘাতপ্রাপ্ত হয়, সেরকম কাজ না করাই উচিত বলে দাবি সংগঠনের।

The post ইদে গরু জবাই নয়, আরজি এই মুসলিম সংগঠনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement