shono
Advertisement

মর্মান্তিক! পোষ্য সারমেয়র ভয়ে চারতলা থেকে পড়ে মৃত্যু সুইগি ডেলিভারি বয়ের

তরতাজা ছেলেকে হারিয়ে শোকের ছায়া পরিবারে।
Posted: 03:42 PM Jan 16, 2023Updated: 03:45 PM Jan 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজকার মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন খাবার ডেলিভারি করতে। কিন্তু আর বাড়ি ফেরা হল না সুইগি ডেলিভারি বয়ের। ক্রেতার বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়ে সারমেয় তাড়া করায় চারতলা থেকে পড়ে মৃত্যু হল তাঁর।

Advertisement

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। গত ১১ জানুয়ারি বাঞ্জারা হিলসের লুম্বিনি রক ক্যাসল অ্যাপার্টমেন্টে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন ২৩ বছরের মহম্মদ রিজওয়ান। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সেই বাড়ির পোষ্য সারমেয়টি রিজওয়ানকে দেখেই চিৎকার করতে শুরু করে। এরপরই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে জার্মান শেপার্ডটি। ভয়ে দৌড়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন রিজওয়ান। পুলিশের তরফে জানানো হয়েছে, আতঙ্কে ওই বিল্ডিংয়ের একটি রেলিং ধরে নিচে নামার চেষ্টা করছিলেন সুইগির ওই ডেলিভারি বয় (Swiggy Delivery Boy)। কিন্তু সেই সময়ই হাত পিছলে যায় তাঁর। চারতলা থেকে সোজা নিচে এসে পড়েন তিনি।

[আরও পড়ুন: পদোন্নতি দিয়ে BJP’র সর্বভারতীয় সভাপতি করা হোক দিলীপ ঘোষকে, কেন এমন দাবি কুণালের?]

মাথায় গুরুতর চোট পান রিজওয়ান। এক মুহূর্ত দেরি না করে তাঁকে হাসপাতালে ভরতি করেন সেই পোষ্যর মনিবই। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার প্রাণ হারান রিজওয়ান। তরতাজা ছেলেকে হারিয়ে শোকের ছায়া পরিবারে।

বাঞ্জারা হিলস থানার পুলিশ নরেন্দর জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় গাফিলতির কারণে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পোষ্যর মালিকের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও। ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দাদা। জানান, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হেরে গেলেন তাঁর ভাই। তেলেঙ্গানা সরকারের কাছে তাঁর আরজি, ভাই যেন সুবিচার পায়। পুলিশ যেন এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে। কিন্তু এখনও পর্যন্ত সুইগির তরফে রিজওয়ানের মৃত্যু নিয়ে কোনও শোকপ্রকাশ করা হয়নি।

[আরও পড়ুন: ‘আমি মধ্যবিত্ত, ওদের কষ্ট বুঝি’, বাজেটের আগে দেশবাসীর উদ্দেশে বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement