shono
Advertisement

Breaking News

‘সরকারি নীতির বিরুদ্ধে লড়ছি, দাদার বিরুদ্ধে নয়’, কেন্দ্র বিরোধী আন্দোলনে অনড় মোদির ভাই

দাদার সঙ্গে ৮ বছর দেখাই হয়নি, আক্ষেপ মোদির ভাইয়ের।
Posted: 05:12 PM Jun 14, 2022Updated: 05:12 PM Jun 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি বনাম মোদি। রাজধানী দিল্লির রাজপথে এই দৃশ্যের অবতারণা হচ্ছেই। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্তে অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমার লড়াই দাদার বিরুদ্ধে নয়। আমার লড়াই সরকারি নীতির বিরুদ্ধে।

Advertisement

পেশায় রেশন ডিলার (Ration Shop Owner) প্রহ্লাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিলারদের যে কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বলে খবর। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাদল অধিবেশেনর সময় সংসদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। তাতে অংশগ্রহণ করতে চলেছেন প্রহ্লাদ মোদি।  বর্তমানে কেজি প্রতি ২০ পয়সা কমিশন দেওয়ার ব্যবস্থা মানতে রাজি নন তিনি। কেন্দ্রকে দেশের সমস্ত রেশন ডিলারদের কেজি প্রতি ৪ টাকা ৪০ পয়সা কমিশন দিতে হবে বলে দাবি জানিয়েছেন প্রহ্লাদ।

[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নেই শরদ পওয়ার! লড়ছেন লালুপ্রসাদ যাদব]

তাঁর বক্তব্য, “না চাইলে তো মা-ও সন্তানকে কিছু দেন না। আমি সংগঠনের হয়ে কাজ করি। তাই আমি আমার সংগঠনকে এই আন্দোলনে পূর্ণরূপে সমর্থন করব।” প্রহ্লাদ মোদির (Prahlad Modi) সাফ কথা, আমি দাদার বিরুদ্ধে লড়াই করছি না। আমি লড়াই করছি সরকারি নীতির বিরুদ্ধে। দাদা মোদির সঙ্গে প্রহ্লাদের মতানৈক্য অনেক দিনের। আগেও তিনি মোদি সরকারে বিরুদ্ধে মুখ খুলেছেন। বস্তুত পেশার খাতিরে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে সংগঠনের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রহ্লাদ। তাছাড়া এর আগে বহুবার কেন্দ্রের বহু নীতির বিরোধিতা করেছেন তিনি। 

[আরও পড়ুন: দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছে কংগ্রেস, আর কারা সাড়া দিচ্ছেন মমতার ডাকে?]

তাছাড়া নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত সম্পর্কও তেমন উল্লেখযোগ্য নয় বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আট বছর দাদার সঙ্গে দেখাই হয়নি। এমনকী দাদা যখন মায়ের দেখা করতে আসেন, তখনও পরিবারের কেউ থাকে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার