shono
Advertisement

CDS Bipin Rawat: অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, ভাইরাল দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও

তিন বাহিনী যৌথভাবে কপ্টার দুর্ঘটনার তদন্ত করবে।
Posted: 12:48 PM Dec 09, 2021Updated: 02:22 PM Dec 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমআই-১৭ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। বুধবার তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে তাঁর কপ্টার। প্রশ্ন উঠছে নিছকই দুর্ঘটনা না কি অন্য কারণ রয়েছে। এর মধ্যেই উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের ‘ব্ল্যাক বক্স’ (Black Box)বা ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ (Flight Deta Recorder)। এদিকে ভাইরাল হয়েছে দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও (Viral Video)।

Advertisement

‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ রেকর্ডার আসলে উড়ানের তথ্য ও ককপিটের কথাবার্তা রেকর্ড করে। দুর্ঘটনার আগে শেষ মুহূর্তে রাওয়াতের কপ্টারটি ঠিক কোন পরিস্থিতির মধ্যে পড়েছিল তা ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ পরীক্ষা করে জানা যাবে বলে অনুমান। উল্লেখ্য, ভিআইপি কপ্টারটি কীভাবে ভাঙল সেই বিষয়ে যৌথভাবে তদন্তে নামতে চলেছে সেনার তিন বাহিনী। এদিকে ভাইরাল হয়েছে স্থানীয়দের তোলা দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও। সেখানে দেখা গিয়েছে কপ্টারটি ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। এর মধ্যে ভাল খবর, কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবীত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) বর্তমানে স্থিতিশীল রয়েছেন।  

গতকালই জানা গিয়েছিল, গ্রুপ ক্যাপ্টেন বরুণও গুরতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তবে আজ বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন বরুণের অবস্থা ‘সঙ্কটজনক হলেও স্থিতিশীল’। তাঁর শরীরের ৪৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। এদিন লোকসভায় রাজনাথ সিং বলেন, ‘‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর প্রাণ বাঁচানোর জন্য সর্বোত ভাবে চেষ্টা চলছে।’’

[আরও পড়ুন: মেঘালয়ে আরও শক্তি বাড়ল তৃণমূলের, সদলবলে যোগ দিলেন যুব কংগ্রেস সভাপতি রিচার্ড মারাক]

বৃহস্পতিবার দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যু নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দিলেন তিনি। 

[আরও পড়ুন: বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় সংসদে বিবৃতি পেশ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের]

তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় ঘটা এমআই-১৭ চপার দুর্ঘটনা নিয়ে লোকসভায় রাজনাথ সিং বলেন, “চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।” একইসঙ্গে সংসদে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement