সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিকালেই ভারত ও পাকিস্তান দু’দেশের তরফেই সংঘর্যবিরতির কথা জানানো হয়েছে। এরপরেই সাংবাদিক সম্মেলন করে ভারতীয় সামরিক বাহিনী। সেখানে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের একাধিক অপপ্রচারের বিরুদ্ধে তোপ দাগলেন। একই সঙ্গে জানিয়ে দিলেন, দেশ রক্ষায় সবসময় প্রস্তুত সেনা। পাকিস্তান ফের হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে।
তিনি জানালেন, পাকিস্তানের ড্রোন হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক এসারবেস উড়িয়ে দেওয়া হয়েছে। কোমর ভেঙে গেছে পাকিস্তানের। পাক সামরিক পরিকাঠামোয় বড় আঘাত এনেছে ভারত। কোনও পথ না পেয়ে লাগাতার ভুয়ো খবর ছড়িয়েছে পাকিস্তান। ভারতীয় বায়ু সেনা ঘাঁটিতে হামলা করার মিথ্যা খবর ছড়াানো হয়েছে।
ভারতের প্রতিঘাতে পাকিস্তানের একাধিক মসজিদ ধ্বংস হয়েছে বলে একাধিকবার দাবি করেছে পাকিস্তান। এদিন ইসলমাবাদের সেই দাবি নস্যাৎ করে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, "মসজিদ ধ্বংস করার যে অভিযোগ পাকিস্তান করছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং আমাদের সেনা ভারতের সাংবিধানিক মূল্যবোধের একটি সুন্দর প্রতিফলন।"
এদিকে যুদ্ধের আবহে শনিবার দুপুর ৩ টে ৩৫ নাগাদ অস্ত্র বিরতির প্রস্তাব নিয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন বা DGMO-কে ফোন করেন পাকিস্তানের DGMO। এর কিছুক্ষণ পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান ভারত-পাকিস্তান দু’দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। বিষয়টি নিয়ে বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়ে দেন, শনিবার বিকেল ৫ টা থেকে সংঘর্য বিরতিতে রাজি হয়েছে দু’দেশ। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। সোমবার ফের এনিয়ে আলাচনায় বসবে দু’দেশের DGMO। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একেস হ্যান্ডেলে পোস্ট করে জানান, সংঘর্ষবিরতি হলেও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
