shono
Advertisement

এবার মিসড কলেই বুক হবে রান্নার গ্যাস, মিলবে এলপিজির নয়া কানেকশনও, কীভাবে?

নতুন বছরে নয়া পরিষেবা চালু করল ইন্ডেন।
Posted: 09:47 PM Jan 02, 2021Updated: 09:54 PM Jan 02, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা মিসড কলে কত কী হয়! মিসড কল দিয়ে রাজনৈতিক দলের সদস্য হওয়া যায়, লটারি জেতা যায়, বন্ধুত্ব করা যায়, আরও কত কী! এবার সেই মিসড কল (Missed Call) দিয়েই আপনি আপনার রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। আবার এই মিসড কলের সাহায্যেই মিলবে গ্যাসের নতুন কানেকশনও। কীভাবে?

Advertisement

গ্রাহকদের সুবিধার্থে নতুন বছরের প্রথম দিনই নতুন এক পরিষেবা চালু করল ইন্ডিয়ান অয়েল (Indian Oil)। ফলে এবার থেকে সারা দেশের ইন্ডেন গ্যাসের (Indane LPG) গ্রাহকরা বিরাট এক সুবিধা পাবেন। ১ জানুয়ারি ভুবনেশ্বরে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

[আরও পড়ুন : দেশে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে কোভ্যাক্সিন, ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির]

মিসড কল দিয়ে কীভাবে বুক করা যাবে রান্নার গ্যাস?

  • দেশের যে কোনও প্রান্ত থেকে ইন্ডেনের এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে ডায়াল করতে হবে।
  • নথিভুক্ত ফোন নম্বর থেকে একটা মিসড কল করলে রিফিল বুক হয়ে যাবে।
  • মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি কত দিনের মধ্যে সিলিন্ডার পেতে পারেন।

মিসড কলের মাধ্যমে কীভাবে মিলবে নয়া গ্যাস কানেকশন?

  • যে কোনও নম্বর থেকে ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে ডায়াল করতে হবে।
  • এরপর মোবাইলে একটি লিংক আসবে, তাতে ক্লিক করতে হবে।
  • লিংকে ক্লিক করে নাম, ঠিকানা ইত্যাদি কয়েকটি তথ্য লিখে সাবমিট করে দিতে হবে।
  • সংশ্লিষ্ট ঠিকানার সব থেকে কাছে ইন্ডেনের যে ডিস্ট্রিবিউটর রয়েছে, সেখান থেকে ওই ব্যক্তির সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করে নেবে।

[আরও পড়ুন : দেশে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা যাবে কোভ্যাক্সিন, ছাড়পত্র বিশেষজ্ঞ কমিটির]

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে আরও এক ধাপ এগোল দেশবাসী।দেশের প্রান্তিক মানুষ, বয়স্কদের রান্নার গ্যাসের কানেকশন নেওয়া আরও সহজ হল।” এর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং পরিষবা চালু করেছিল ইন্ডেন। এবার আরও এক ধাপ এগিয়ে মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা দিল এই সংস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement