জার্মানির চান্সেলর ফ্রিডরিখ মার্জের আশাপ্রদ ভারত সফর। দু'দিনের সফরের প্রথম দিনে গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য-সহ ১৯টি বিষয়ে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ভারতীয়দের ‘ট্রানজিট ভিসায়’ ছাড় দেওয়া হবে বলেও অঙ্গীকার করেছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান।
আগেই জানা গিয়েছিল, মার্জের সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, দক্ষতা, প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা বৃদ্ধিতে আলোচনা হবে। সূত্রের খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক মজবুত করতে রাজি হয়েছে নয়াদিল্লি এবং বার্লিন। এছাড়াও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার, ভারতীয়দের জার্মানিতে থাকার ক্ষেত্রে ভিসার (যা ট্রানজিট ভিসা) নিয়ম শিথিল করার বিষয়ে কথা হয়েছে। দুই দেশের মেধার আদানপ্রদানের বিষয়ে কথা হয়েছে মোদি এবং মার্জারের মধ্যে। ভারতের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ভিসা দিয়ে জার্মানির স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করানো হবে। ভবিষ্যতে বার্লিনের থেকে অস্ত্রও কিনতে পারে দিল্লি।
এদিন গান্ধীনগরে মোদির সঙ্গে বৈঠকের আগে আমেদাবাদের সাবরমতী আশ্রমে গিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর। এর পর তিনি সবরমতী নদীর ধারে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নেন। মোদির সঙ্গে ঘুড়ি ওড়়াতেও দেখা গিয়েছে মার্জকে। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ভারতে আসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর আগে জার্মান চ্যান্সেলরের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
