shono
Advertisement

‘ভারতে আর অতিরিক্ত মুসলিমের দরকার নেই, কিন্তু নেতাদের তাঁদের প্রয়োজন’

তোষণ রাজনীতির বিতর্ক খুঁচিয়ে দিলেন তসলিমা নাসরিন৷ The post ‘ভারতে আর অতিরিক্ত মুসলিমের দরকার নেই, কিন্তু নেতাদের তাঁদের প্রয়োজন’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Aug 02, 2018Updated: 04:56 PM Aug 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকপঞ্জি ইস্যুতে যখন জাতীয় রাজনীতি উত্তাল, তখন বিতর্কের মাত্রা একধাপ বাড়িয়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন৷ তাঁর দাবি, ভারতে যথেষ্ট সংখ্যক মুসলিম অধিবাসী আছেন৷ প্রতিবেশী দেশের মুসলিমের আর দরকার নেই৷ তবে এখানেই ক্ষান্ত হননি তিনি৷ তাঁর বক্তব্য, দেশের দরকার না থাকলেও, দেশের রাজনীতিবিদদের এই মুসলিমদের দরকার আছে৷

Advertisement

[ অসমে বাধার মুখে তৃণমূল, শিলচর বিমানবন্দরে আটকানো হল প্রতিনিধিদের ]

দেশে বিভিন্ন সময় নেতাদের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ উঠেছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ প্রশ্নের মুখে পড়েছেন৷ জবাবে প্রতিবারই তিনি জানিয়েছেন, রাজ্যে হিন্দু-মুসলিম সকলকে সঙ্গে নিয়ে চলাই তাঁর সংস্কৃতি৷ তিনি কাউকে আলাদা ভাবেন না৷ বরং হিন্দু-মুসলিম বিভাজন করে সনাতন ভারতের সংস্কৃতি নষ্ট করছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন মমতা৷ সম্প্রতি অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে৷ যেখানে বাদ গিয়েছে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম৷ দেশ থেকে বিদেশি বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই এই নাগরিকপঞ্জির উদ্দেশ্য৷ কিন্তু ঘটনাচক্রে বাদ পড়া মানুষদের গরিষ্ঠসংখ্যকই মুসলিম বাংলাভাষী মানুষ৷ এই কারণেই ধর্মের ভিত্তিতে বিভাজনের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যেপাধ্যায়৷ একই দাবি করছেন বিএসপি নেত্রী মায়াবতীও৷ তাঁরও দাবি বিজেপি টার্গেট করে সংখ্যালঘুদের একঘরে করার চেষ্টা করছে৷

[  অসমে আগুন জ্বালানোর অধিকার নেই তৃণমূলের, বিস্ফোরক দিলীপ ]

এনআরসি-র কথা সরাসরি উল্লেখ না করলেও তসলিমা টুইট করে জানিয়েছেন, ভারতে যথেষ্ট সংখ্যক মুসলিম নাগরিক আছেন৷ প্রতিবেশী দেশের মুসলিমদের আর এখানে দরকার নেই৷ তবে তাঁর অভিমত সমস্যা অন্য জায়গায়৷ দেশে আর মুসলিমদের দরকার না থাকলেও রাজনীতিবিদদের তাঁদের দরকার আছে৷ অর্থাৎ ঘুরিয়ে দেশের রাজনীতিতে মুসলিম তোষণের অভিযোগই খুঁচিয়ে দিয়েছেন লেখিকা৷ ঘটনাচক্রে বিজেপিও তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ভোটব্যাংকের রাজনীতিরই অভিযোগ এনেছে৷ সেই বিতর্কই টুইটে খুঁচিয়ে দিলেন লেখিকা৷   

The post ‘ভারতে আর অতিরিক্ত মুসলিমের দরকার নেই, কিন্তু নেতাদের তাঁদের প্রয়োজন’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement