shono
Advertisement

Breaking News

শীঘ্রই জইশকে নির্মূল করুন, পাক হাই কমিশনারকে কড়া বার্তা নয়াদিল্লির

দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে৷ The post শীঘ্রই জইশকে নির্মূল করুন, পাক হাই কমিশনারকে কড়া বার্তা নয়াদিল্লির appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Feb 15, 2019Updated: 05:36 PM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি শুরু করল নয়াদিল্লি৷ শুক্রবার দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে৷ এবং এদিনই ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে তলব করে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিদেশ মন্ত্রক৷ জঙ্গি কার্যকলাপে যেভাবে দিনের পর দিন মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান, তীক্ষ ভাষায় ইসলামাবাদের সেই ভূমিকার নিন্দা করা হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে, জইশ জঙ্গিদের নির্মূল করতে, শীঘ্রই কড়া পদক্ষেপ নিক পাকিস্তান৷ না হলে চরম সিদ্ধান্ত নেবে ভারত৷

Advertisement

[জইশ জঙ্গিদের সমর্থনে ভারত-বিরোধী পোস্ট, অভিযোগ দায়ের লালবাজারে ]

বিদেশমন্ত্রক তলব পেয়ে শুক্রবার সাউথ ব্লকে গিয়েছিলেন পাক হাই কমিশনার সোহেল মেহমুদ৷ তার সামনে পাকিস্তানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে৷ সূত্রের খবর, পাক রাষ্ট্রদূতকে তিনি বলেন, ‘‘সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান৷ নাহলে ফল হবে মারাত্মক৷’’ দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাটিতেই লালিত পালিত হচ্ছে জইশের প্রধান মাসুদ আজহার৷ কয়েকদিন আগেও সে দেশের মাটিতে ভারত বিরোধী মিছিলে সামিল হয়েছিল সে৷ দিয়েছিল উসকানিমূলক বক্তব্য৷ সূত্রের খবর, এদিন পাক হাই কমিশনারের কাছে সেই সমস্ত তথ্য তুলে ধরা হয়৷ এবং হুঁশিয়ারির সুরে বলা হয়, এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ইসলামাবাদ৷

[কাঁধে শহিদের কফিন, জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন রাজনাথ সিংয়ের]

পুলওয়ামার জঙ্গি হানা ঘটনার পর্যালোচনা করতে শুক্রবার সকালেই বৈঠকে বসেছিল মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি৷ এবং ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, জঙ্গি মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে৷ এরপরই পাকিস্তানের কাছ থেকে ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা কেড়ে নেয় নয়াদিল্লি৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এবং বৈঠকেই ঠিক হয়, বিশ্বের শক্তিধর সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করবে বিদেশ মন্ত্রক৷ সূত্রের খবর, সেই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিদেশ মন্ত্রক৷ ব্রিটেন, রাশিয়া, জার্মানি, আমেরিকা-সহ অন্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নয়াদিল্লি৷

The post শীঘ্রই জইশকে নির্মূল করুন, পাক হাই কমিশনারকে কড়া বার্তা নয়াদিল্লির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement