shono
Advertisement

চিনকে ভাতে মারার প্রস্তুতি, বাতিল হতে পারে দিল্লি-মীরাট সড়ক নির্মাণে চিনা সংস্থার বরাত

পরিকাঠামো নির্মাণে জড়িত একাধিক চিনা সংস্থার বরাত বাতিল করতে পারে কেন্দ্র। The post চিনকে ভাতে মারার প্রস্তুতি, বাতিল হতে পারে দিল্লি-মীরাট সড়ক নির্মাণে চিনা সংস্থার বরাত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Jun 17, 2020Updated: 02:31 PM Jun 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত ৪৫ বছরের ইতিহাসে প্রাণহানির কুৎসিততম নজির গড়ল গালওয়ান। পূর্ব লাদাখে ওই উপত্যকায় ভারতীয় ভূখণ্ড রক্ষা করতে গিয়ে চিনা বাহিনীর হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। তারপর থেকেই ভারতে তীব্র হচ্ছে চিনের বিরুদ্ধে প্রতিবাদ। এহেন অবস্থায় সামরিক স্তর ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও চিনকে কাবু করতে প্রস্তুত ভারত।

Advertisement

[আরও পড়ুন: লাদাখ ইস্যুতে এবার আলোচনা বিরোধীদের সঙ্গেও, ১৯ জুন সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী]

সরকার সূত্রে খবর, গালয়ওয়ান উপত্যকায় সংঘর্ষের আবহে দেশে পরিকাঠামো নির্মাণে জড়িত একাধিক চিনা সংস্থার বরাত বাতিল করতে পারে কেন্দ্র। এগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে, দিল্লি-মীরাট RRTS (Regional Rapid Transit System) প্রকল্প। এই প্রজেক্টের আওতায় নিউ অশোকনগর থেকে সাহিবাবাদ পর্যন্ত প্রায় ৫.৬ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড রাস্তা তৈরি হবে। এর জন্য নিয়ম মাফিক টেন্ডার ডাকা হয়। জুনের ১২ তারিখ প্রক্রিয়া শেষে দেখা যায় ‘লোয়েস্ট বিডার’ বা সবথেকে কম মূল্যে সুড়ঙ্গটি নির্মাণ করার দাবি পেশ করেছে চিনা সংস্থা Shanghai Tunnel Engineering Co Ltd (STEC)। ১ হাজার ১২৬ কোটি টাকায় কাজটি করতে রাজি হয়েছে সংস্থাটি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় সংস্থা Larsen & Toubro Ltd (L&T)। তারা এই কাজের জন্য ১ হাজার ১৭০ কোটি টাকা খরচের খতিয়ান দিয়েছে। ফলে নিয়ম মতে টেন্ডারটি পাচ্ছে চিনা সংস্থা।

কিন্তু সোমবার গালওয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে রক্তাক্ত সংঘর্ষের পর চিনা সংস্থাগুলিকে দেওয়া টেন্ডার বাতিল হতে পারে। সেগুলির জায়গায় ভারতীয় সংস্থাগুলিয়েক কাজের বরাত দেওয়া হবে। আগামী ১৯ জুন গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আলোচনায় চিনের বিরুদ্ধে অর্থনীতিক পদক্ষেপ নিয়েও বিরোধী দলনেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী বলে খবর। প্রসঙ্গত। গত এপ্রিল মাসেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতি (FDI) পরিবর্তন করেছে কেন্দ্র। ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এমন দেশগুলোর জন্য দু’ধরনের এফডিআই নীতি ছিল। পাকিস্তান ও বাংলাদেশি সংস্থা বা ব্যক্তি সরকারের অনুমোদন ছাড়া বিনিয়োগ করতে পারত না। অন্যদিকে, চিন, নেপাল, ভুটান, মায়ানমারের জন্য আগাম অনুমতি লাগত না। কিন্তু নয়া নীতিতে দ্বিতীয় ক্ষেত্রের দেশগুলোর জন্যও আগাম সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

[আরও পড়ুন: ইন্দো-চিন সংঘর্ষের পরিস্থিতিতে নজর রাখছে আমেরিকা, বিবৃতি দিয়ে ঘোষণা হোয়াইট হাউসের]

The post চিনকে ভাতে মারার প্রস্তুতি, বাতিল হতে পারে দিল্লি-মীরাট সড়ক নির্মাণে চিনা সংস্থার বরাত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement