shono
Advertisement

শত্রুকে ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত ভারতের অগ্নি-৫ মিসাইল

চোখের পলকে ধ্বংস হতে পারে চিন ও পাকিস্তানের অনেকাংশ৷ The post শত্রুকে ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত ভারতের অগ্নি-৫ মিসাইল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM Jun 03, 2018Updated: 07:43 PM Jun 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই মিলেছিল ইঙ্গিত, সেইমতো বর্ষার আগেই পরীক্ষা করা হল ভারতের ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫৷ রবিবার ডিআরডিও (DRDO)-র পক্ষ থেকে এই মিসাইল পরীক্ষা করা হয় ওড়িশার আবদুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে৷ ভারতীয় সেনায় খুবই শীঘ্রই সংযুক্ত করা হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই মিসাইলকে৷

Advertisement

ভারতীয় সেনার হাতে এই মিসাইল এলে চিন ও পাকিস্তান অনেকটাই সমঝে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ কারণ, ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল৷ ফলে এই পাল্লার মধ্যে অতি সহজেই চলে আসছে চিন ও পাকিস্তানের অনেকটা অংশ৷ ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি-৫ শেষ পরীক্ষা করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে৷ তবে মিসাইলটি তৈরির সময়ও বহুবার পরীক্ষা করা হয়েছে৷ তখনও প্রতিটি পরীক্ষা সফল হয়েছিল৷ এবারও পুরোপুরি সফল হয়েছে৷

প্রস্তুতকারক সংস্থা ডিআরডিও জানাচ্ছে, অন্যদের তুলনায় অগ্নি-৫-এর নেভিগেশন সিস্টেম অনেক বেশি অত্যাধুনিক৷ এতে ব্যবহার করা হয়েছে দু’ধরনের নেভিগেশন সিস্টেম৷ প্রথমটি, Ring Inertial Navigation System বা RINS এবং দ্বিতীয়টি, Micro Navigation System বা MINS৷ সর্বোচ্চ ১.৫ কিলোগ্রাম পারমাণবিক ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম৷

The post শত্রুকে ধ্বংস করতে সম্পূর্ণ প্রস্তুত ভারতের অগ্নি-৫ মিসাইল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement