shono
Advertisement

ফের কোভিড নিয়ন্ত্রণে কতটা প্রস্তুত? দেশের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবে কেন্দ্রের প্রতিনিধিদল

কলকাতাবাসীর অধিকাংশই নেননি বুস্টার ডোজ, চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।
Posted: 09:58 AM Dec 24, 2022Updated: 04:00 PM Dec 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে নতুন করে থাবা বসাচ্ছে কোভিড (COVID-19)। ওমিক্রনের নয়া প্রজাতি BF.7-এর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রথমবারের মতো এবারও আতঙ্কের উৎস সেই চিন (China)। সেখানে দিনে লাখো মানুষের সংক্রমণের তথ্য মিলছে। এরপর ভারতও তড়িঘড়ি জরুরি বৈঠক করে কোভিড মোকাবিলার ব্লু প্রিন্ট ছকে ফেলেছে। ইতিমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বৈঠকের পর ঠিক হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে করোনা (Coronavirus) মোকাবিলায় এই মুহূর্তে কতটা প্রস্তুত দেশের বিভিন্ন হাসপাতাল, তা ঘুরে দেখা হবে। কেন্দ্রের তৈরি কোভিড ম্যানেজমেন্ট টিম আগামী ২৭ তারিখ এই ‘ড্রিল’ করবে।

Advertisement

এর আগে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, পিপিই কিট, ভেন্টিলেটরের মতো মজুত করার নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে কোথাও কোথাও পরিকাঠামো উন্নয়নের কথাও বলেন। তাঁর কথামতো প্রস্তুতি নেওয়া হল কি না, তা খতিয়ে দেখতে আগামী ২৭ তারিখ পরিদর্শন (Drill) করবে কেন্দ্রীয় দল। সরকারি, বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরবেন তাঁরা।

এই প্রস্তুতির পাশাপাশি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্বাস্থ্যবিধি ইতিমধ্যেই লাগু হয়েছে। দক্ষিণ কোরিয়া, চিন, ব্রাজিল, থাইল্যান্ড, হংকংয়ের মতো দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ভ্যাকসিনের বুস্টার ডোজ হিসেবে এসেছে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল স্প্রে (Nasal Spray)। কো-উইন অ্যাপে তা নথিভুক্ত করা গেলেও এখনও তার দাম জানা যায়নি। এদিকে  কোভিড আতঙ্কে টানা ২ বছর ঘরবন্দি থাকার পর অন্ধ্রের দুই মহিলাকে ভরতি করতে হল হাসপাতালে। জানা গিয়েছে, ইস্ট গোদাবরী জেলায় ৪৩ বছরের মা ও ২১ বছরের মেয়ে নিজেদের বিচ্ছিন্ন রাখার পর, ঠিকমতো না খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তাঁদের বাড়ি থেকে বের করে হাসপাতালে ভরতি করতে হয়।

[আরও পড়ুন: এলএম টেনই অনুপ্রেরণা! খুন-ছিনতাইয়ের মতো অভিযোগে পুলিশের জালে ‘মেসি গ্যাং’]

এদিকে, বাংলাও (West Bengal) নতুন করে কোভিড মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, কলকাতার প্রায় ৮০ শতাংশ মানুষ বুস্টার ডোজ নেননি এখনও। নতুন সাব-ভ্যারিয়েন্ট BF.7-এর সঙ্গে লড়াইয়ে সেটাই মূল চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে বুস্টার ডোজের (Booster Dose) ভাঁড়ারে টান। তা দ্রুত পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে। নতুন ন্যাজাল স্প্রে কবে আসবে রাজ্যে, অপেক্ষায় আমজনতা। অনেকেই বুস্টার হিসেবে ন্যাজাল ভ্যাকসিন নিতে আগ্রহী।

[আরও পড়ুন: ফ্রান্সের উদ্দেশে পাড়ি দিল ‘দ্য সারপেন্ট’ চার্লস শোভরাজ]

এদিক বেশ কয়েকমাস পর শিলিগুড়িতে এক শিশুর দেহে মিলেছে করোনা ভাইরাস। শিলিগুড়ি শহরের ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশুর করোনা পরীক্ষা করা হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে সেই রিপোর্টের সত্যতা যাচাই করতে লালারসের নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে। করোনার চতুর্থ ঢেউয়ে এদিনই প্রথম এই ভাইরাসের সনাক্তকরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement