সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই কি 'মাহি যুগে'র অবসান হতে চলেছে? এবার কি তবে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? বুধবার, পাঞ্জাব কিংস ম্যাচে টসের সময় তেমন জল্পনারই ইঙ্গিত পাওয়া গেল। আর সেই জল্পনা উসকে দিলেন মাহি নিজেই।
গোটা স্টেডিয়ামে তখন 'থালা'র নামে উল্লাস। টসে আগুয়ান দুই অধিনায়ক। বাইশ গজের সামনে দাঁড়িয়ে ধোনি এবং পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। টস জেতেন শ্রেয়স। সঞ্চালক ড্যানি মরিসনকে ধোনি বলেন, "আমরা ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগাতে পারিনি। সিএসকে এমন একটা দল, যেখানে খুব বিশেষ পরিবর্তন হয়নি কখনও। কিন্তু এই মরশুমেই আমাদের দলে অনেক পরিবর্তন ঘটেছে।"
এরপর মরিসনের প্রশ্ন, "আপনাকে কি আগামী আইপিএলে দেখা যাবে?" কেবল এদিন টস বলে নয়, এই প্রশ্নটা এবার আরও বেশি করে বিদ্ধ করছে ৪৩ বছরের মাহিকে। যদিও মরিসনের উত্তরে ধোনি বলেন, "জানি না আমি পরের ম্যাচে আদৌ টসে আসব কিনা।" এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই কি শেষ ম্যাচ খেলে ফেললেন চেন্নাই অধিনায়ক?
এবার চেন্নাই সুপার কিংস তো বটেই, মহেন্দ্র সিং ধোনিকেও ছন্দে পাওয়া যায়নি। মাত্র একদিন আগেই সেই ধোনির সমালোচনা করেন প্রাক্তন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, "একটা বড় নাম এমএস ধোনি। ওর তো আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। সমস্ত কিছুই অর্জন করে ফেলেছে। ভবিষ্যতে কী করা উচিত, তা ধোনিই সবচেয়ে ভালো জানবে। কিন্তু খুব তাড়াতাড়ি ওকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এটা বলা কষ্টের। তবুও বলব, ধোনিকে আর দেখা না গেলেই ভালো। ওকে আমি ভালোবাসি। ধোনি আইকন ক্রিকেটার। তবে এবার হয়তো সময় এসেছে বিদায় বলার।" আর এদিন টসের সময় সেই ধোনিই অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন।
