shono
Advertisement

কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেঙে পড়ল ভারতীয় সেনার কপ্টার

কপ্টারে ছিলেন দুই পাইলট।
Posted: 12:16 PM May 04, 2023Updated: 12:31 PM May 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে (Kashmir) ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার (Indian Army) হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের কিশ্তওয়ার এলাকায় ভেঙে পড়ে সেনার একটি কপ্টার। এএলএইচ ধ্রুব (ALH Dhruv) নামে ওই কপ্টারে ছিলেন দুই পাইলট। সেনার তরফে জানানো হয়েছে, জখম হয়েছেন তাঁরা। তবে বিপদের আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে।

Advertisement

 

বৃহস্পতিবার সকালে কিশ্তওয়ার এলাকায় ভেঙে পড়ে ভারতীয় সেনার নতুন কপ্টার। সূত্র মারফত জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুই পাইলট ছাড়াও তিনজন জওয়ান ছিলেন। কপ্টারটি নদীতে ভেঙে পড়ার পরেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাকে খবর দেওয়া হয়। 

[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’-সহ তিনজনের বাড়িতে CBI, স্ক্যানারে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়কও]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন কপ্টারের সকলেই। সেনার তরফে বলা হয়, আহত হলেও আপাতত সকলেই বিপদমুক্ত। যদিও কপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন সেই বিষয়ে সরকারিভাবে সেনার তরফে কিছু জানানো হয়নি। আপাতত উদ্ধারকাজ চলছে কাশ্মীরে।

এএলএইচ ধ্রুব নামে এই লাইটওয়েট হেলিকপ্টারগুলি সদ্যই ব্যবহার করতে শুরু করেছে সেনা। জানা গিয়েছে, পুরনো হয়ে যাওয়া চিতা কপ্টারগুলি বাতিল করে এই ধ্রুব হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গত দু’মাসে এই নিয়ে তৃতীয়বার ভেঙে পড়ল ধ্রুব হেলিকপ্টার। 

[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুর, দফায় দফায় সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট! মোদির কাছে সাহায্যের আরজি মেরি কমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement