নন্দিতা রায়, নয়াদিল্লি: দিন দিন আত্মতহত্যার প্রবণতা বাড়ছে কলকাতা মেট্রোয়। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে পাঁচ বছরের পরিসংখ্যান তুলে ধরে জানাল কেন্দ্র। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছরে লাগাতার বাড়ছে মেট্রোয় আত্মহত্যার প্রবণতা। যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ২০২৪ সালে।

গত পাঁচ বছরে কলকাতা মেট্রোয় কতজন আত্মহত্যা করেছেন? রেল মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন মালা রায়। জবাবে রেল মন্ত্রক জানাল, ২০২০ সালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা করেছিলেন এক জন। ২০২১ সালে কোনও আত্মহত্যার ঘটনা ঘটেনি। ২০২২ সালে পাঁচ জন আত্মহত্যা করেছিলেন মেট্রোয়। ২০২৩ সালে চার জন। ২০২৪ সালে এই আত্মহত্যার সংখ্যাটা সর্বাধিক হয়ে দাঁড়ায়। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালের দুমাসেই (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ জন আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার চেষ্টা রুখতে কী পদক্ষেপ করা হচ্ছে? মেট্রোয় স্লাইডিং দরজা বসানোর কী পরিকল্পনা রেলের? সে প্রশ্নও করেন দক্ষিণ কলকাতার সাংসদ। মালা রায়ের প্রশ্নের জবাব রেলমন্ত্রক জানিয়েছে, কলকাতা মেট্রোর গ্রিন লাইনের (শিয়ালদহ-সেক্টর ৫) ১২টি স্টেশনেই বসানো রয়েছে স্লাইডিং ডোর। পাশপাশি পাইলট প্রোজেক্ট হিসাবে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) কালীঘাট স্টেশনে সেই গার্ডরেল বসানো হয়েছে। যদিও এই গার্ডরেল বসানোর নেপথ্যে রেলের কী ভাবনা ছিল, সেটা অনেক যাত্রীরই বোধগম্য হয় না।
যাত্রীদের একাংশের বক্তব্য, ওই গার্ডরেলে আদৌ কাজের কাজ কিছু হয় না। উলটে ওই অপরিকল্পিত গার্ডরেল বসানোর জন্য যাত্রীদের ওঠানামায় অসুবিধা হয়।