shono
Advertisement
Kathua

পাঁচ দিনের অভিযানে কাঠুয়ায় নিকেশ ৫ জঙ্গি, দীর্ঘ তল্লাশিতে উদ্ধার চার পুলিশের দেহ

মৃত ৫ পাক জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য বলে জানা যাচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 03:39 PM Mar 28, 2025Updated: 03:40 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৫ দিনের অভিযানের পর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় খতম হল পাঁচ জঙ্গি। জানা যাচ্ছে, এই ৫ জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য। পাশাপাশি এই অভিযানে শহিদ হয়েছেন ৪ পুলিশ কর্মী। টানা ২৪ ঘণ্টা তল্লাশি অভিযানের পর তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। রাজভাগের সুদোর জঙ্গল এলাকায় ড্রোনের মাধ্যমে তল্লাশি চালানোর সময় ওই পুলিশকর্মীদের দেহ উদ্ধার হয়।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার থেকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। পুলিশ এবং সেনার সঙ্গে এনএসজি, বিএসএফ ও সিআরপিএফের বাহিনী একজোট হয়ে তল্লাশি অভিযানে নামে। হেলিকপ্টার, ড্রোন, স্নিফার ডগ- সমস্ত কিছু সঙ্গে নিয়ে তল্লাশি শুরু হয়। চারদিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে জাখোল গ্রাম সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। বৃহস্পতিবারই জানা যায় এই অভিযানে একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ''এই অভিযানে ৫ জঙ্গির মৃত্যু হয়েছে, শহিদ হয়েছেন ৫ পুলিশকর্মী। পাশাপাশি পাশাপাশি একজন ডিওয়াইএসপি ও এক জন প্যারাকমান্ডার আহত হয়েছেন।"

প্রাথমিকভাবে অনুমান, গত শনিবার সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকেছিল ওই দুই জঙ্গি। সম্ভবত নতুন কোনও সুড়ঙ্গ ব্যবহার করেছিল তারা। নিকেশ হওয়া এই ৫ জঙ্গির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, পাকিস্তান থেকে আসা এই জঙ্গিরা জইশ সংগঠনের সদস্য। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত জওয়ানদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তাঁদের চিকিৎসা চলছে।

শুক্রবার সকালে জানা যায়, জঙ্গিকে নিকেশ করার আগেই শহিদ হয়েছেন ওই চারজন পুলিশকর্মী। কিন্তু জঙ্গলে ঘেরা এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীর। ড্রোনের সাহায্য নিয়ে বৃহস্পতিবারই তিনজনের দেহ উদ্ধার হয়। শুক্রবার শেষ পুলিশকর্মীর দেহ উদ্ধার করা হয়েছে। ঘন জঙ্গলের মধ্যে আরও জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে যৌথ বাহিনীর অনুমান। এখনও তাদের খোঁজে তল্লাশি চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা ৫ দিনের অভিযানের পর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় খতম হল পাঁচ জঙ্গি।
  • জানা যাচ্ছে, এই ৫ জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য।
  • এই অভিযানে শহিদ হয়েছেন ৪ পুলিশ কর্মী।
Advertisement