১৫০ বছরে প্রথমবার ব্রিটেনের অর্থনীতিকে টেক্কা দিল ভারত

03:37 PM Dec 20, 2016 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলটপুরাণ। যে ঔপনিবেশিক প্রভুরা এ দেশকে একদিন শোষণ করেছিল, স্বাধীনতার পর অর্থনীতিতে তাদেরই ছাপিয়ে গেল ভার। হ্যাঁ, ১৫০ বছরে এই প্রথমবার অর্থনীতিতে ভারত এগিয়ে গেল ব্রিটেনের থেকে।

Advertisement

ব্রেক্সিটের ধাক্কা তো ছিলই। সেইসঙ্গে মারাত্মক হারে পড়েছে পাউন্ডের দাম। উল্টোদিকে গত ২৫ বছরে তরতরিয়ে এগিয়েছে ভারতীয় অর্থনীতি। ভারতীয় বাজারের দরজা বিশ্বের হাটে খুলে দেওয়ার পর থেকেই অর্থনীতিতে ধীরে ধীরে সাবালক হয়ে উঠেছে দেশ। এমনকী বিশ্বজোড়া চরম অর্থনৈতিক মন্দার সময়ও ভারতীয় অর্থনীতি তেমন টালমাটাল অবস্থার মধ্যে পড়েনি। এই স্থিতাবস্থারই ফল মিলল। জিডিপি-তে ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত। পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে উঠে এসেছে ভারত। সামনে আছে চিন, জাপান, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র।

 

Advertising
Advertising

The post ১৫০ বছরে প্রথমবার ব্রিটেনের অর্থনীতিকে টেক্কা দিল ভারত appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next