shono
Advertisement
Pakistani airbases

একরাতে ধ্বংস পাকিস্তানের ২০ শতাংশ বায়ুসেনা ঘাঁটি, বুক ফাটলেও মুখে কুলুপ পাকিস্তানের

পাক বায়ুসেনার স্কোয়াড্রেন লিডার-সহ মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের।
Published By: Amit Kumar DasPosted: 10:52 AM May 14, 2025Updated: 11:07 AM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল যে কি হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। রিপোর্ট বলছে, অপারেশন সিঁদুরে একরাতের অভিযানে পাকিস্তানের ২০ শতাংশ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে ভারত। তবে বুক ফাটলেও লজ্জার ভয়ে মুখে কুলুপ পাকিস্তানের। এখনও সাফল্যের ফাঁকা বেলুন ফোলাতে শুরু করেছে তারা।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তার পালটা জম্মু থেকে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান। চেষ্টা চলে ভারতের সেনা ঘাঁটিতে আক্রমণের। পাকিস্তানের সব হামলা রুখে দেওয়ার পর আসিফ মুনিরকে শিক্ষা দিতে ১০ মে রাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। ওই একরাতেই গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটি। সরকারি সূত্র তুলে ধরে সংবাদমাধ্যমের দাবি, ওই রাতের হামলায় পাক বায়ুসেনার ২০ শতাংশ সম্পত্তি ধ্বংস হয়েছে। পাক বায়ুসেনার স্কোয়াড্রেন লিডার-সহ মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধবিমানও।

পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিতে ভারতের হামলার রিপোর্ট ইতিমধ্যেই ছবি, ভিডিও-সহ প্রকাশ করেছে ভারত সরকার। যেখানে যেখানে হামলা চলে তার মধ্যে উল্লেখযোগ্য, রফিকি, মুরিদ, নূর খান, রহিম ইয়ার খান, সুক্কুর, চুনিয়ান, পাসরুর, শিয়ালকোট। এর মধ্যে উল্লেখযোগ্য রাওয়ালপিন্ডির নূর খান সেনাঘাঁটিতে হামলা। পাক সেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি এটি। পাক পরমাণু অস্ত্রাগারের তত্ত্বাবধানকারী সংস্থা স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের সদর দপ্তরের খুব কাছে অবস্থিত এই ঘাঁটি। যার জেরে সেনাঘাঁটির রানওয়েতে পুকুর সাইজের বিরাট গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণে আগুন ধরে গিয়েছে আশপাশের এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে জায়গাটা।

পাকিস্তানের মাটিতে জোরালো আঘাত হেনে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, পাকিস্তানের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না। যদিও মার খেয়েও দেশবাসীর কাছে মুখ বাঁচাতে তৎপর হয়েছে পাকিস্তান। বুক ফাটলেও ক্ষয়ক্ষতি নিয়ে মুখে কুলুপ পাকিস্তানের। বরং ভারতকে ফোন করে সংঘর্ষবিরতির অনুরোধ জানিয়ে এখন দেশের সামনে মুখরক্ষায় ভারতের বিরুদ্ধে জয়ের মিথ্যা দাবি তুলছেন শাহবাজরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল যে কি হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান।
  • রিপোর্ট বলছে, অপারেশন সিঁদুরে একরাতের অভিযানে পাকিস্তানের ২০ শতাংশ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে ভারত।
  • তবে বুক ফাটলেও লজ্জার ভয়ে মুখে কুলুপ পাকিস্তানের।
Advertisement