shono
Advertisement

‘দেশে কর্মসংস্থান সংকট সত্যিই আশঙ্কাজনক’, উদ্বিগ্ন রঘুরাম রাজন

আরবিআইয়ের প্রাক্তন গভর্নর এজন্য কেন্দ্রের নীতিকেই দায়ী করছেন।
Posted: 11:04 AM Oct 28, 2022Updated: 11:04 AM Oct 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মসংস্থান (Job situation) পরিস্থিতি সত্য়িই উদ্বেগজনক। এমনই আশঙ্কা প্রকাশ করলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। সেই সঙ্গে তাঁর পরামর্শ, এই বিষয়ে এখনই ফোকাস করুক সরকার।

Advertisement

আহমেদাবাদে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে’ এক অনুষ্ঠানে পড়ুয়াদের মুখোমুখি হওয়ার সময় এমন মন্তব্য করেন রঘুরাম। তিনি বলেন, ”কেবল এটুকু বললেই হবে না যে, আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি। বরং শ্রমপ্রধান চাকরিকে সমর্থন দিতে হবে। এই ধরনের চাকরি সৃষ্টি করতে হবে। আমি কিন্তু মনে করছি পরিস্থিতি উদ্বেগজনক।”

[আরও পড়ুন: ‘শেষপাতে জোটেনি রসগোল্লা’, রক্তারক্তি কাণ্ড বিয়েবাড়িতে, মৃত ১]

উল্লেখ্য, রাজন উল্লিখিত শ্রমপ্রধান চাকরি তথা ‘লেবার ইনটেনসিভ জবস’ হল রেস্তোরাঁ, হোটেল, কৃষি, খনি এবং স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রগুলি। এই সব ক্ষেত্রে বিপুল শ্রমের প্রয়োজন। এই ধরনের চাকরির মাধ্যমেই দেশের কর্মসংস্থানের খরা কাটানোর স্বপ্ন দেখছেন তিনি।

এরপরই পাশাপাশি দেশে যেভাবে মানুষ কৃষিক্ষেত্র ছেড়ে চাকরি ও নির্মাণকাজের দিকে ঝুঁকছে তা কোনও বর্ধিষ্ণু অর্থনীতির জন্য ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন রঘুরাম। তবে সেই সঙ্গে আশাবাদীও তিনি, কেননা পরিস্থিতি বদলাচ্ছে। প্রাক্তন আরবিআই গভর্নর বলছেন, ”গত দুই বছরে আমরা লক্ষ করছি ফের কৃষিক্ষেত্রে ফিরছে মানুষ। সেই হিসেবে বেকারত্বের সংখ্যাতেও অনেকটা ভ্রান্তি থাকছে। কেননা এই হিসেবে কিন্তু কৃষিক্ষেত্রে ফিরে যাওয়া মানুষের ধরা হচ্ছে না।”

[আরও পড়ুন: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে ফোন মোদির, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা দুই রাষ্ট্রনেতার]

প্রসঙ্গত, দেশে কর্মসংস্থান নিয়ে উদ্বেগ অনেক দিনের। সম্প্রতি কেন্দ্রের তরফে ‘রোজগার মেলা’র আয়োজনও করা হয়েছিল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে। কিন্তু কেন্দ্রের পদক্ষেপ সন্তুষ্ট নন রাজন। তাঁর মতে, এভাবে নির্মাণক্ষেত্রের দিকেই সরকারের ফোকাস করাটা সঠিক পদক্ষেপ নয়। তাঁর কথায়, ”আমি বলছি না নির্মাণক্ষেত্রে ফোকাস করব না। কিন্তু অন্য ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠা দরকার। কেবল দেশেই নয়, রপ্তানির ক্ষেত্রেও।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement