সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া অর্থবর্ষের প্রথম মাসেই মিলল সুসংবাদ। এপ্রিলে নতুন নজির গড়ল দেশের খুচরো মুদ্রাস্ফীতি (Retail Inflation)। গত ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম ৪.৭ শতাংশে নেমে এল খুচরো মূল্যবৃদ্ধির হার। মার্চ মাসে যা ছিল ৫.৬৬ শতাংশ। এই নিয়ে টানা তিন মাস মুদ্রাস্ফীতি হ্রাসের ঘটনা বুঝিয়ে দিচ্ছে খুচরো মুদ্রাস্ফীতির হারে লাগাম পরানো গিয়েছে। যা নিঃসন্দেহে স্বস্তিদায়ক। এই পরিস্থিতিতে এবার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে কিনা, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে আট বছরের রেকর্ড ভেঙে দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার একলাফে বেড়ে দাঁড়িয়েছিল ৭.৭৯ শতাংশে। যা ক্রমশই বুঝিয়ে দিচ্ছিল ভোজ্য তেল থেকে লেবু কিংবা মুরগির মাংস- আমজনতার হাতের বাইরে চলে যাচ্ছে সব কিছু। সেই পরিস্থিতি যে এবার নিয়ন্ত্রণে আসছে তা পরিষ্কার নয়া পরিসংখ্যানে। গত দুই মাসই খুচরো মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের নীচে থাকার অর্থই তা RBI-এর ‘কমফোর্ট জোনে’ রয়েছে। এখন দেখার, এর ফলে রেপো রেট কমে কিনা।
[আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে মামলা দায়ের সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, বাড়িতে তল্লাশি সিবিআইয়ের]
২০২১ সালের অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৪৮ শতাংশ। এরপর থেকে ধরলে এটাই সবচেয়ে কম খুচরো মূল্যবৃদ্ধির হার। আরবিআই মনে করছে, ২০২৩-২৪ অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতি হবে ৫.২ শতাংশ। এদিকে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও অনেকটাই কমে গিয়েছে। গত মার্চে যা ছিল ৪.৭৯ শতাংশ, তা এবার হয়েছে ৩.৮৪ শতাংশ।