shono
Advertisement
S-400

ভারতের 'সুদর্শন চক্রে' সিঁধ কেটেছে চিন! S-400 নিয়ে দিল্লিকে সতর্ক করল ব্রিটিশ সংস্থা

রশিয়ার চিন নির্ভরতা ভারতের জন্য বিপদের কারণ বলে মনে করা হচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 04:58 PM Dec 15, 2025Updated: 08:39 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাকিস্তানের হামলা রুখে দিয়ে গোটা বিশ্বে সুনাম অর্জন করেছে ভারতের সুদর্শন চক্র বা এস-৪০০। অদৃশ্য বর্মের মতো ভারতকে রক্ষা করা এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এবার সতর্কবার্তা দিল 'রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট অফ ডিফেন্স রিসার্চ' (RUSI)। ব্রিটিশ এই সংস্থার সতর্কবার্তা, গর্বের এস-৪০০ ভারতের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এতে রয়েছে চিনা প্রভাব। রাশিয়ার চিন নির্ভরতার ফলে এস-৪০০-এর গোপন তথ্য ও দুর্বলতা চিনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘবছর ধরে ভারত ও রাশিয়ার হাতে হাত রেখে চলেছে। বর্তমানে ৬০ শতাংশ প্রতিরক্ষা সামগ্রী রাশিয়ার থেকে কেনে ভারত। যুদ্ধবিমান, ব্রহ্মস থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অন্যতম ভরসার এস ৪০০ রাশিয়ার থেকেই এসেছে। এই পরিস্থিতিতে RUSI-এর দাবি, সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলি। যার জেরে পুতিনের দেশ এখন বহুলাংশে চিনের উপর নির্ভরশীল। রিপোর্ট বলছে, রুশ অস্ত্রের ৭০ শতাংশ কাঁচামাল এমন আমদানি করা হচ্ছে চিন থেকে। ফলে ওই ব্রিটিশ সংস্থার দাবি, যে রুশ প্রতিরক্ষা সামগ্রীকে ভারত নিরাপদ বলে মনে করছে তা তাদের জন্য বিপদ হয়ে উঠতে পারে।

তবে সমস্যার এখানেই শেষ নয়। রিপোর্ট বলেছে, ভারতের পাশাপাশি রাশিয়া চিনকেও এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। জানা যাচ্ছে, গোপন চুক্তির মাধ্যমে রাশিয়ার থেকে ২০১৪ সালে এস ৪০০ কিনেছিল চিন। স্বাভাবিকভাবেই চিনের সেনাবাহিনী এই প্রযুক্তির ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে ভালোভাবে অবগত। আর ঠিক এখানেই বাড়ছে উদ্বেগ। আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান ও চিনের ঘনিষ্ঠতার জেরে এস ৪০০-এর গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে শাহবাজ শরিফের কাছে। যে কোনও দিন এই দুই দেশের কোনও গোপন চুক্তি বিপাকে ফেলে দিতে পারে ভারতকে। এই আশঙ্কা একেবারেই অমূলক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তান অবশ্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে রয়েছে এস-৪০০ এর প্রযুক্তি সংক্রান্ত গোপন তথ্য পাওয়ার জন্য। সুদর্শন চক্রের গোপন তথ্য হাতাতে রাশিয়ায় চরবৃত্তি শুরু করেছে পাকিস্তান! সূত্রের খবর, পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগে এক রুশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এয়ার ডিফেন্স সিস্টেম সংক্রান্ত তথ্য রাশিয়া থেকে পাকিস্তানে পাচারের আগেই পাক চরকে হাতেনাতে ধরা হয়। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না এই সংক্রান্ত তথ্য পেতে কতখানি মরিয়া পাকিস্তান। সব মিলিয়ে গর্বের 'সুদর্শন চক্র' ভারতের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে RUSI।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরে পাকিস্তানের হামলা রুখে দিয়ে গোটা বিশ্বে সুনাম অর্জন করেছে ভারতের সুদর্শন চক্র বা এস-৪০০।
  • অদৃশ্য বর্মের মতো ভারতকে রক্ষা করা এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এবার সতর্কবার্তা দিল 'রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট অফ ডিফেন্স রিসার্চ'
  • রাশিয়ার চিন নির্ভরতার ফলে এস-৪০০-এর গোপন তথ্য ও দুর্বলতা চিনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
Advertisement