প্রেমিকাকে পিছনে বসিয়ে বাইকের গতি তুলেছিলেন তরুণ! সেই গতি ক্রমে বাড়তে থাকে। সাপের মতো এঁকেবেঁকে ওই বাইক চালাচ্ছিলেন ওই তরুণ। বিপজ্জনক স্টান্ট করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই বাইক। রাস্তা থেকে ছিটকে গিয়ে বালিতে গিয়ে পড়েন দু'জনে। ওই ভিডিও সোশাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশ হয়েছে। ভাইরাল হয়েছে ওই ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
কী হয়েছিল ওই ঘটনা? ভাইরাল ভিডিওয় কী দেখা যাচ্ছে? একটি বাইকে করে ওই দু'জন যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন তরুণ। পিছনে বসেছিলেন তাঁর তরুণী প্রেমিকা। বড় রাস্তা দিয়ে ঝড়ের গতিতে বাইক ছোটাচ্ছিলেন ওই তরুণ। পিছনে তাঁকে জাপটে ধরেছিলেন ওই তরুণী। প্রেমিকের মাথায় হেলমেট ছিল। কিন্তু তরুণীর মাথায় কোনও হেলমেট ছিল না। প্রবল হাওয়ায় তরুণীর মাথার চুল উড়ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক গাড়িকে দ্রুত পাশ কাটিয়ে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিল ওই বাইক।
রাস্তার মধ্যে এঁকেবেঁকে চলছিল ওই বাইক। দুটি লরির মাঝখান দিয়ে এঁকেবেঁকে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তরুণ। একটি লরিকে পাশ কাটিয়ে চলেও যায় বাইকটি। কিন্তু সামনের লরিটি কাটিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। প্রবল গতিতে যাওয়ার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই তরুণ। রাস্তার ধারেই তিনি বালি। বাইকটি রাস্তা থেকে বালিতে নেমে যায়। চাকা পিছলে পড়ে যায় বাইকটি। প্রবল গতি থাকায় বাইক থেকে ছিটকে পড়ে যায় প্রেমিক-প্রেমিকা দু'জনই। বেশ কিছুটা দূরে হিঁচড়ে চলে যান দু'জনই। দুর্ঘটনায় বালির ধুলো উড়ে ওই অংশ কার্যত ঢেকে যায়।
'ইন্ডিইয়ান জেমস' নামে একটি এক্স হ্যান্ডেল থেকে ওই দুর্ঘটনার ভিডিওটি পোস্ট হয়েছিল। কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে কড়া প্রতিক্রিয়াও দিয়েছেন নেটিজেনরা। কেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালানো হচ্ছিল? সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। 'ঠিক হয়েছে, বেশ হয়েছে' বলে বহু মানুষ এই বেপরোয়া বাইক চালানো নিয়ে বিহু নেটিজেন্ট কমেন্ট করেছেন। কিন্তু দুর্ঘটনার পর কেমন আছেন ওই যুগল? কতটা চোট-আঘাত লেগেছিল দু'জনের। সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
