shono
Advertisement
IndiGo

শনিবারও অব্যাহত ইন্ডিগোর পরিষেবা বিপর্যয়! ধীরে ধীরে স্বাভাবিকতায় ফেরার বার্তা কর্তৃপক্ষের

যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে ভিডিওবার্তা দিয়েছেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স।
Published By: Biswadip DeyPosted: 10:26 AM Dec 06, 2025Updated: 10:26 AM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। পরপর উড়ান বাতিলের ঘটনায় কার্যত বিধ্বস্ত পরিষেবা। অভিযোগ গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। কিন্তু একথা বলা হলেও শনিবারও দেখা গিয়েছে একই ছবি। পরপর বাতিল হয়েছে বহু উড়ান।

Advertisement

জানা যাচ্ছে, কেরলের তিনবনন্তপুরম বিমানবন্দরে তিনটি আন্তর্দেশীয় ও তিনটি অন্তর্দেশীয় উড়ান বাতিল হয়েছে শনিবার সকালে। অন্যদিকে আহমেদাবাদ বিমানবন্দরে শনিবার মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যেই বাতিল হয়েছে ১৯টি উড়ান। এদিন চেন্নাই বিমানবন্দরে সকাল ৯টা পর্যন্ত বাতিল উড়ানের সংখ্যা ২৯। প্রসঙ্গত, শুক্রবার মোট একহাজারেরও বেশি উড়ান বাতিল হয়েছে। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৫০। আশা করা হচ্ছে, শনিবার ফ্লাইট বাতিলের সংখ্যা ১০০০-এর নিচে নেমে আসবে। ফলে পরিস্থতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বহু যাত্রী। তাঁদের আর্জি, প্রধান বিচারপতি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন। এদিকে শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিগোর বিমান চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে। সংক্ষিপ্ত বিঘ্নের পর স্বাভাবিক অবস্থায় ফিরছে পরিষেবা। বাড়ি থেকে বের হওয়ার আগে অনুগ্রহ করে আপনার বুকিং এবং উড়ানের অবস্থা পরীক্ষা করুন।' এদিকে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে ভিডিওবার্তা দিয়েছেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স। জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কোমর বেঁধে নেমেছে সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপর উড়ান বাতিলের ঘটনায় কার্যত বিধ্বস্ত পরিষেবা। এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।
  • কিন্তু একথা বলা হলেও শনিবারও দেখা গিয়েছে একই ছবি।
  • পরপর বাতিল হয়েছে বহু উড়ান।
Advertisement