সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অন্তঃসত্ত্বা পাকিস্তানী বধূ সীমা হায়দার। শীঘ্রই ষষ্ঠ সন্তানের জন্ম দেবেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই তথ্য প্রকাশ্যে এনেছেন 'পাকিস্তানী ভাবি' নামে জনপ্রিয় ওই মহিলা। সীমার ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসার পর রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। একের পর এক সন্তান জন্ম দেওয়ার ঘটনায় সীমাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।
প্রেমের টানে দু’বছর আগে চার সন্তানকে নিয়ে নেপাল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন সীমা। বিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের শচীন মিনারকে। এখানে এসে হিন্দু ধর্মও গ্রহণ করেন তিনি। তখন থেকেই নানা কারণে শিরোনামে পাকবধূ সীমা। নানা আইনি টানাপোড়েনের মাঝেও এদেশে সুখেই সংসার করছিলেন তিনি। শচীনের সঙ্গে থাকাকালীন গত ১৮ মার্চ কন্যা সন্তানেরও জন্ম দেন। যার নাম রাখেন ভারতী। সব মিলিয়ে মোট ৫টি সন্তান রয়েছে তাঁর। যার মধ্যে ৪ সন্তান পাকিস্তানে থাকা তাঁর স্বামী গুলাম হায়দারের।
গত বৃহস্পতিবার ইউটিউবে সীমা যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সীমার বড় ছেলে তাঁর মায়ের পেটের দিকে ইশারা করে বলছে, এবার আমরা ৬ ভাই-বোন। সীমা হাসতে হাসতে তাঁর মুখ বন্ধ করে দিচ্ছেন। ভিডিওতে সীমা ইঙ্গিত দিয়ে বলেন, শচীন এখন ভারী ওজন তোলার মতো কাজ করতে দিচ্ছে না। এদিকে এই ভিডিও সামনে আসার পর কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ লিখেছেন, 'আর লজ্জার মাথা খাবেন না।' কেউ আবার লিখেছেন, 'সন্তান জন্মের বিষয়ে পাকিস্তানী রীতি পালন করছেন উনি।'
