সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গির্জার মধ্যে ঢুকে জয় শ্রীরাম স্লোগান! বিতর্কিত আচরণ করল এক ইনফ্লুয়েন্সার। মেঘালয়ের এই ঘটন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সেরাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, সোশাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে গিয়েই কি এহেন আচরণ?
বিতর্কিত ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। বড়দিনের পরের দিন ইস্ট খাসি হিলস জেলার মাওলিনং এলাকার চার্চ অফ এপিফানিতে যায় আকাশ সাগর নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার সঙ্গে বেশ কয়েকজন ছিল। গির্জার অল্টারে উঠে মাইকের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে আকাশ। খ্রিস্টিয় সঙ্গীতের কথা বিকৃত করে গান গাইতে থাকে আকাশের সঙ্গীরা। সেই ভিডিও নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করে আকাশ। সেখানে ১৫ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তার।
ভিডিও ভাইরাল হতেই মেঘালয়জুড়ে শুরু হয় বিতর্ক। শিলংয়ের এক সমাজকর্মী থানায় এফআইআর দায়ের করেন আকাশের বিরুদ্ধে। ওই সমাজকর্মীর অভিযোগ, আগে থেকে পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। খ্রিস্টধর্মকে অপমান করার জন্যই এমন আচরণ। বিতর্কিত ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও চেষ্টা হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই কনরাড সাংমা সাফ জানিয়েছেন, "শান্তিপূর্ণ সহাবস্থানে গন্ডগোল বাঁধাতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। যারা সহাবস্থান নষ্ট করে, যে কোনও মূল্যে তাদের আটকানো হবে। কঠিন পদক্ষেপ করা হবে তাদের বিরুদ্ধে।" ইতিমধ্যেই আকাশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে মেঘালয় পুলিশের কাছে। তবে সোশাল মিডিয়ায় আকাশ দাবি করেন, জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কেন শাস্তির মুখে পড়তে হবে তাঁকে? সেই পোস্ট অবশ্য পরে ডিলিট করে দিয়েছেন আকাশ। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে মেঘালয় বিজেপি।