shono
Advertisement

এবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর ‘গেম চেঞ্জার’

নয়া মাইলস্টোন পার হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা৷ The post এবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর ‘গেম চেঞ্জার’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 AM Apr 20, 2017Updated: 03:21 AM Apr 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্যের নতুন শিখরে পৌঁছে যেতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ আগামী মাসেই মহাকাশের পথে রওনা হবে ভারতের ‘গেম চেঞ্জার’৷ ইসরোর তৈরি এই নয়া রকেট অন্তত ৪ টন ওজন বইতে সক্ষম৷ যা এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে মহাকাশে পাঠানো রকেটগুলির মধ্যে সবচেয়ে বেশি৷

Advertisement

[বেতন বাড়াতে হবে না, ভাল খাবার ও ছুটি চাই: তেজ বাহাদুর]

এতদিন পর্যন্ত সর্বোচ্চ ২.২ টন ওজন বওয়ার ক্ষমতা সম্পন্ন রকেটই মহাকাশে পাঠিয়েছে ভারত৷ এবার শ্রীহরিকোটা থেকে রওনা দেবে ‘গেম চেঞ্জার’৷ যার আসল নাম GSLV-Mk III-D1৷ নয়া এই রকেটে করে মহাকাশে পাঠানো হবে GSAT-19 উপগ্রহ যা পৃথিবীর কক্ষপথে ঘুরবে এবং বৈদ্যুতিন তরঙ্গগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে৷ এছাড়াও থাকবে একটি জিওস্টেশনারি রেডিয়েশন স্পেক্টোমিটার (GRASP)৷

[তিন মাসের বাচ্চা নাকি ‘সন্ত্রাসবাদী’, ১০ ঘণ্টা ধরে চলল জেরা!]

ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানান, আগামী মাসের যদি এই উদ্যোগ সফল হয় তাহলে ফের একবার ইতিহাসের পাতায় নাম লেখাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা৷ এর ফলে বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাতে আর অন্য দেশের মুখাপেক্ষী থাকতে হবে না দেশকে৷ নিজেদের বেশিরভাগ উপগ্রহ নিজেরাই পাঠাতে পারবে সৌরজগতে৷

[যুদ্ধবিধস্ত সিরিয়ায় ক্যামেরা ভুলে খুদে প্রাণ বাঁচাতে ছুটলেন ফটোগ্রাফার]

প্রসঙ্গত, চলতি বছরেই একসঙ্গে ১০৪টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছিল ভারত৷ মাত্র ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিয়েছিল পিএসএলভি সি ৩৭৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোর সফল উপগ্রহ উৎক্ষেপণ এক নতুন দিগন্ত খুলে দিয়েছে৷

The post এবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর ‘গেম চেঞ্জার’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement