shono
Advertisement

৮টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর PSLV

আটটি কৃত্রিম উপগ্রহ মিলিয়ে মোট ৬৭৫ কিলোগ্রাম ওজন নিয়ে মাহকাশে পাড়ি দিল ভারতের এই যান৷
Posted: 06:06 PM Sep 26, 2016Updated: 12:36 PM Sep 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক মাইলফলক পেরিয়ে চলেছে ইসরো৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হল PSLV-C35’এর সফল উৎক্ষেপণে৷ নতুন এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাধ্যমে একসঙ্গে ৮টি উপগ্রহ মহাকাশে পাঠাল ভারত৷

Advertisement

সোমবার সকাল ৯.১২ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে PSLV-C35৷ যাতে ভারতের তিনটি কৃত্রিম উপগ্রহ, আলজিরিয়ার তিনটি এবং কানাডা ও আমেরিকার একটি করে উপগ্রহ রয়েছে৷ আটটি কৃত্রিম উপগ্রহ মিলিয়ে মোট ৬৭৫ কিলোগ্রাম ওজন নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতের এই যান৷

ভারতের এই মিশনকে ‘টু ইন ওয়ান মিশন’ বলে আখ্যা দিয়ে ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, এতদিন মহাকাশে পাঠানো PSLV গুলি একটি কক্ষপথেই উপগ্রহগুলি পৌঁছে দিত৷ তবে PSLV-C35 দুটি কক্ষ পথে কৃত্রিম উপগ্রহগুলি পৌঁছে দেবে৷

ইতিমধ্যেই নিজস্ব অবস্থানে পৌঁছে গিয়েছে SCATSAT-1৷ যার কাজ সমুদ্র ও আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা৷ এছাড়া রয়েছে আইআইটি-বম্বের পড়ুয়াদের তৈরি ‘প্রথম’ এবং বেঙ্গালুরুর ছাত্রদের তৈরি PISAT৷ যা মহাকাশে থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ ছবি তুলে পাঠাবে এবং ইলেক্ট্রন কাউন্ট করবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement