ফের অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। হঠাৎ করেই সোমবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এরপরেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত সপ্তাহের শেষে দু'বার জ্ঞান হারিয়েছিলেন তিনি। ডাক্তাররা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেন।
গত ১০ জানুয়ারি শারীরিক সমস্যার সম্মুখিন হন তিনি। শনিবার, নিজের বাসভবনের বাথরুমে দু'বার অজ্ঞান হয়ে যান বাংলার প্রাক্তন রাজ্যপাল। সেই সময় তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। আরও পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন ডাক্তাররা। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে আধিকারিকরা বলেন, পরীক্ষার অংশ হিসেবে তাঁর এমআরআই করা হবে।
এর আগে, গত বছর জুন মাসেও অসুস্থ হয়ে পড়েন তিনি। কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভাষণের শেষে পুরনো এক বন্ধু এবং সংসদের সহকর্মী মহেন্দ্র সিং পালের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। উত্তরাখণ্ড হাই কোর্টের আইনজীবী মহেন্দ্র সিং পাল ১৯৮৯ সালে লোকসভার সাংসদ ছিলেন। সেই সময় ধনকড়ও রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দু'জনে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই সময়েই আচমকা ধনকড় বন্ধুর কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে যান।
এরপরেই জুলাই মাসে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে তিনি জানান, 'চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী আমি দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি।' পাশাপাশি, তাঁকে সমর্থন এবং তাঁর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, 'মেয়াদকালে প্রধানমন্ত্রীর থেকে যে সহযোগীতা পেয়েছি এবং তিনি আমাকে যেভাবে সমর্থন করে গিয়েছেন, তা আজীবন মনে রাখব।'
