সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে দখলমুক্ত করতে গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদি সরকার! এবার তেমনই ইঙ্গিত পাওয়া গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যে। মঙ্গলবার কাশ্মীরের সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানালেন, পিওকে ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ। শুধু তাই নয়, ভারত ও পাকিস্তানের অতীত যুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে তিনি বললেন, যতবার লড়াই হয়েছে, ভারতীয় সেনার কাছে ভূপতিত হয়েছে পাকিস্তান।
মঙ্গলবার আখনুর সেক্টরে সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং বলেন, "অধিকৃত কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ। পাকিস্তান নিজেও জানে এই অংশ আসলে তাদের কাছে বিদেশের মাটি। তাই এই মাটিকে তারা সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করে। অধিকৃত কাশ্মীরে ওরা জঙ্গি তৈরির কারখানা খুলেছে। সন্ত্রাসের ট্রেনিং ক্যাম্প চলছে ওখানে।" অধিকৃত কাশ্মীর পিওকে-তে পুনর্দখল নিয়ে কিছু না বললেও পাকিস্তানকে অতীতের যুদ্ধের কথা স্মরণ করান রাজনাথ। বলেন, "১৯৬৫ সালে এই আখনুরের মাটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাদের সব ষড়যন্ত্র বিফল করেছিলাম আমরা। আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যতবার আমরা যুদ্ধ লড়েছি, প্রতিবার ওদের হারিয়েছি। সেই ১৯৬৫ সাল থেকেই কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদে উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান।"
রাজনাথ আরও জানান, "আমাদের মুসলিম ভাইয়েরা এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মহুতি দিয়েছেন। আজও ভারতে যে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে তার ৮০ শতাংশই পাকিস্তানের। ১৯৬৫ সালেই সীমান্ত পারের এই সন্ত্রাস শেষ হতে পারত কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী যুদ্ধজয়ের যে সাফল্য পেয়েছিলেন তা রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেননি।''
উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর জম্মু ও কাশ্মীরেরই অংশ, দেশ তো বটেই আন্তর্জাতিক মঞ্চে বারবার এ কথা জানিয়ে এসেছে ভারত। এই ইস্যুতে মামলাও চলছে আন্তর্জাতিক আদালতে। তবে সাম্প্রতিক সময়ে বারবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে অধিকৃত কাশ্মীর দখলের বার্তা। গত সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, ভোট শেষ হলেই একে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে। শুধু তাই নয়, ওই মাসেই অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বিক্ষোভ চলাকালীন রাজনাথ তাঁদের বার্তা দিয়েছিলেন, 'আমি পিওকের বাসিন্দাদের জানাব, পাকিস্তান আপনাদের বিদেশি মনে করে। কিন্তু আপনারা আমাদের লোক। তাই ভারতের যোগ দিন।' এবার অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথের বার্তায় জল্পনা শুরু হয়েছে, বিদেশি শত্রুর দখলে যাওয়া নিজ জমি পুনর্দখল করতে গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।