সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দির থেকে বিচারকের মঙ্গলসূত্র চুরি! ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মথুরার একটি মন্দিরে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে মন্দির চত্বরের আশপাশের এলাকা থেকে ১০ মহিলা চোরকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার গ্রেপ্তারির বিষয়টি পুলিশের তরফে জানানো হয়।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্লোক কুমার জানান, চলতি মাসের এক তারিখ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নিযুক্ত অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রেমা সাহু পরিবারের সদস্যদের সঙ্গে বৃন্দাবনের একটি মন্দিরে গিয়েছিলেন। সেখানেই তাঁর মঙ্গলসূত্র চুরি যায়। এসএসপি বলেন, “অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। মন্দিরের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১০ মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে নগদ প্রায় ১৯ হাজার টাকা, বেশকিছু মানিব্যাগ, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড উদ্ধার করা হয়েছে।”
এদিকে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাঁরা মধ্যপ্রদেশ ও রাজস্থানের বাসিন্দা। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে ধৃতদের থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করার কথা পুলিশের তরফে জানানো হলেও বিচারকের মঙ্গলসূত্রটিপাওয়া গিয়েছে কিনা, সে সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি। এদিকে চুরির ঘটনা সামনে আসতে উত্তর প্রদেশের মন্দিরে সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
