shono
Advertisement
Uttar Pradesh

'মুখে প্রস্রাব করব...' যোগীরাজ্যের যুবককে হুমকি মহিলা পুলিশ আধিকারিকের!

ভাইরাল ভিডিও ঘিরে চর্চা নেট দুনিয়া।
Published By: Biswadip DeyPosted: 02:07 PM Dec 30, 2025Updated: 02:10 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যামে আটকে রয়েছে গাড়ি। মেজাজ হারিয়ে মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর মুখে অশ্রাব্য গালাগালি। যোগীরাজ্যের এমনই এক ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ঠিক কী অভিযোগ? ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গত রবিবার মীরাটে প্রবল ট্র্যাফিক জ্যামে ছিল বহু গাড়ি। আর সেই সময়ই এক মহিলা পুলিশ আধিকারিককে দেখা গেল গাড়িতে বসেই আশপাশে থাকা গাড়ি ও বাইকের উদ্দেশে গালাগালি দিচ্ছেন। এখানেই শেষ নয়। পরিস্থিতি আরও বিগড়ে যায় যখন ওই আধিকারিক গাড়ি থেকে নেমে আসেন। তাঁকে দেখা যায় সামনের এক গাড়িতে বসে থাকা দম্পতির উদ্দেশে খড়্গহস্ত হতে। শেষে গাড়িতে থাকা পুরুষটি বেরিয়ে এসে তাঁকে বোঝাতে চেষ্টা করলে ওই আধিকারিক বলে ওঠেন, ''তোর মুখে মূত্রত্যাগ করব।'' একজন পুলিশ আধিকারিককে এমন কথা বলতে শুনে ওই ব্যক্তি তো বটেই আশপাশে থাকা অনেকেই চমকে যান। অনেকেই জড়ো হন সেখানে। কেউ কেউ মোবাইলে ঘটনাটি তুলেও রাখেন। অচিরেই তা সোশাল মিডিয়ায় আপলোড করলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইউনিফর্ম পরিহিত একজন পুলিশ আধিকারিক কী করে এমন ভাষা প্রয়োগ করতে পারেন, উঠছে প্রশ্ন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে, ওই আধিকারিকের নাম রত্না রাঠি। তিনি আলিগড়ের এক পুলিশ সাব-ইন্সপেক্টর। সাহারানপুর থেকে মীরাটে আসার সময়ই জ্যামে আটকে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিওটি তাদের কাছেও এসেছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে ভিডিওটির সত্যতাও। যদি কোনও অভিযোগ দায়ের হয় এবং কার সত্যতা প্রমাণিত হয় তাহলে নিশ্চিত ভাবেই ওই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যামে আটকে রয়েছে গাড়ি। মেজাজ হারিয়ে মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর মুখে অশ্রাব্য গালাগালি।
  • যোগীরাজ্যের এমনই এক ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
  • সূত্রানুসারে, ওই আধিকারিকের নাম রত্না রাঠি। তিনি আলিগড়ের এক পুলিশ সাব-ইন্সপেক্টর।
Advertisement