সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) ছাড়ার যাবতীয় জল্পনা থামিয়ে দিলেন কমল নাথ? মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেসের বৈঠকে যোগ দিলেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান নেতা। তবে সশরীরে নয়, ভারচুয়ারলি ভারত জোড়ো যাত্রায় হাজির ছিলেন তিনি।
গত সপ্তাহের শেষ থেকেই জল্পনা শুরু হয়, কংগ্রেস ছাড়ছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলের আচরণে অখুশি হয়ে বিজেপিতে যোগ দেবেন কমল (Kamal Nath), সেই গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। জল্পনা উসকে দিয়ে ছেলে নকুল নাথকে দিয়ে দিল্লি পৌঁছে যান কমল। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রদেশ কংগ্রেসে কার্যত ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি। ২০২৩ বিধানসভা নির্বাচনে হারের জন্যও আঙুল উঠেছিল তাঁর দিকেই।
[আরও পড়ুন: চণ্ডীগড় মেয়র নির্বাচন: বিরোধীদের ‘বাতিল’ ভোটও বৈধ, পুনর্গণনার সুপ্রিম নির্দেশে ধাক্কা বিজেপির]
তবে দিল্লিতে গেলেও দল ছাড়া বা বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কিছুই বলেননি কমল। তিনদিন ধরে ‘নাটকের’ পরে তাঁর ঘনিষ্ঠ নেতা সজ্জন সিং ভার্মা জানান, এখনই কংগ্রেস ছাড়ছেন না কমল নাথ। বরং মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দল কীভাবে জিততে পারে, সেটা নিয়েই বেশি ভাবছেন। বিশেষত, জাতপাতের সমীকরণ মাথায় রেখে কীভাবে কংগ্রেসের রণকৌশল সাজানো যায় সেই পরিকল্পনা করতে ব্যস্ত কমল নাথ।
সোমবার দিল্লিতে নিজের বাসভবন থেকে জয় শ্রীরাম লেখা পতাকা সরিয়ে দেন কংগ্রেস নেতা। তাতেই ইঙ্গিত মেলে, এবারের মতো বিজেপিযাত্রার পরিকল্পনায় ইতি টেনেছেন ইতি। তার পরেই মঙ্গলবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন। কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রদেশ পৌঁছবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার প্রস্তুতির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন কমল নাথ। বৈঠক শুরুর আগে কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং সাফ জানিয়ে দেন, কমলের দল ছাড়া নিয়ে গুজব ছড়িয়েছে বিজেপি।