shono
Advertisement
Karnataka

স্পেশাল ২৬! বিড়ি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে ৩০ লক্ষ হাতাল ভুয়ো ইডি

তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত প্রতারকদের খবর মেলেনি।
Published By: Kishore GhoshPosted: 09:35 PM Jan 06, 2025Updated: 09:35 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ‘স্পেশ্যাল ২৬’ সিনেমা হলেও বাস্তব দ্বারা অনুপ্রাণিত। এবার প্রমাণ হল কর্নাটকে। সেখানে এক সম্ভ্রান্ত বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৩০ লক্ষ টাকা 'বাজেয়াপ্ত' করল ভুয়ো ইডি আধিকারিকরা। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন বিড়ি ব্যবসায়ী। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত প্রতারকদের খবর মেলেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার। গত ৩ জানুয়ারি মেঙ্গালুরু সিঙ্গারি বিড়ি ওয়ার্কস কোম্পানির মালিক হাজি এন সুলেমানের বাড়িতে ছয় প্রতারক হাজির হন। ভুয়ো পরোয়ানা দেখিয়ে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে প্রতারকেরা। এরপরই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেন তারা। প্রতারকেরা জানায়, বেঙ্গালুরুর ইডি অফিসে গিয়ে উপযুক্ত নথি দেখিয়ে ওই টাকা ফেরত নিতে হবে। ব্যবসায়ী-সহ সকলের ফোন বাজেয়াপ্ত করে নেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে হাজি এন সুলেমান ইডি অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তারা কোনও অভিযানে যাননি। যা শুনে মাথায় হাত পরে ব্যবসায়ীর। পুলিশ অভিযোগ জানান তিনি। নগদ টাকা ছাড়াও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেন। তদন্ত শুরু হলেও এখনও হদিশ নেই প্রতারকদরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার।
  • নগদ টাকা ছাড়াও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী।
Advertisement