shono
Advertisement
Look Back 2025

জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি থেকে শুভাংশুর মহাকাশ জয়, বিশ্বমঞ্চে 'সকল দেশের সেরা' ভারত

২০২৫-এ ফিরে দেখা ভারত-গৌরব!
Published By: Kishore GhoshPosted: 02:28 PM Dec 22, 2025Updated: 03:03 PM Dec 22, 2025

হাসি-কান্না, হিরা-পান্না জীবন! ভালো-মন্দে কেটে যাওয়া একটা বছর। আশায় বাঁচে চাষা। জীবনের ইতিবাচক ঘটনাকে অনপ্রেরণা করে এগোনোই নিয়ম। ব্যক্তি বিশেষের মতোই দেশের ক্ষেত্রেও বিষয়টা এক। অর্থনীতি থেকে বিজ্ঞান, খেলার দুনিয়া থেকে বিনোদন ও সাহিত্য, ২০২৫ সালে ভারত বারবার বিশ্বমঞ্চে সম্ভ্রম আদায় করেছে। এই প্রতিবেদনে  রইল ফিরে দেখা সেই সব গর্বের স্বীকৃতি।

Advertisement

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি: ২০২৫ সালে ভারত জাপানকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রাথমিক ভাবে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এই দাবি করেন। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর রিপোর্টেও বলা হয়, জাপানকে ছাপিয়ে ভারতের অর্থনীতি ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। বর্তমানে আমেরিকা, চিন এবং জার্মানি ভারতের থেকে এগিয়ে। ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে ভবিষ্যদ্বাণী করছেন বিশেষজ্ঞদের একাংশ। যদিও মাথাপিছু আয়ে জাপানের তুলনায় অনেকটাই পিছিয়ে দেড়শো কোটির দেশ ভারত।

ভারতের UPI-কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেমের স্বীকৃতি।

ভারতের UPI বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় গোটা বিশ্বে সাড়া ফেলেছে ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (UPI)। ভারতের তৈরি অভিনব এই প্রযুক্তি ব্যবহার করছে পৃথিবীর বহু দেশ। এহেন ইউপিআই-কে চলতি বছরে স্বীকৃতি দিয়েছে ‘ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড’ (IMF)। আন্তর্জাতিক এই সংস্থা স্বীকার করেছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হল ভারতের ইউপিআই। ২০২৫ সালের জুন মাসের রিপোর্টের ভিত্তিতে এই স্বীকৃতি দিয়েছে আইএমএফ। উল্লেখ্য, ২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা এই প্রযুক্তি চালু হয়েছিল। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে ৩৪তম আন্তর্জাতিক সম্মান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী: ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দেশ ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মান জানিয়ে আসছে। ২০২৫ সালেও যা অব্যাহত। সর্বশেষ ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ ওমান’-এ ভূষিত হয়েছেন মোদি। যা মোদির মুকুটে ৩৪তম আন্তর্জাতিক সম্মান। এর আগে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের মতো ইউরোপের বহু দেশ, এশিয়ার এবং আফ্রিকার অসংখ্য দেশ ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিয়েছে।

ভারতের মহাকাশ গবেষণায় ইতিহাস লিখলেন শুভাংশু শুক্লা।

শুভাংশু শুক্লা থেকে গগনযান, মহাকাশে ভারত: ১৯৮৪ সালে ভারতীয় নভশ্চর রাকেশ শর্মা মহাকাশে যান। ৪১ বছর পর ২০২৫ সালে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। গত ২৫ জুন অ্যাক্সিয়ম মিশন ৪-এর অংশ হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেন তিনি। ২৬ জুন ইতিহাস তৈরি করে মহাকাশে স্টেশনে পৌঁছান। ১৮ দিন মহাকাশে কাটিয়ে ১৫ জুলাই পৃথিবীতে ফেরেন। রাকেশের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করেন এবং প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সময় কাটান শুভাংশু। অন্যদিকে চলতি বছরেই মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা সংযুক্ত হয় ইসরোর দু'টি কৃত্রিম উপগ্রহ। এরপর মার্চে আনডকিং’ করতেও সমর্থ হয় তারা। এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ বলে মনে করছেন ভারতের মহাকাশ গবেষকরা। স্পেডেক্স মিশন বলে পরিচিত এই মিশনের মূল লক্ষ্য ছিল স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২, এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করা। এছাড়াও ২০২৫ সালেই ইসরোর গগনযান প্রকল্প নতুন মাত্র পেয়েছে। নিজস্ব মহাকাশযানে করে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে জোরকদমে কাজ শুরু হয়েছে। ২০২৬-২৭ সালে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে।

প্রথম বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়, ক্রীড়া দুনিয়ায় দুরন্ত সাফল্য: ২০২৫ সালে ইতিহাস তৈরি করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে 'উমেন ইন ব্লু'। গত ২ নভেম্বর মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। এছাড়াও ২০২৫ সালে স্কোয়াস এবং খো খো বিশ্বকাপ চাম্পিয়ন হয়েছে ভারত। এই বছরেই দাবায় দেশের মুখ উজ্জ্বল করেছেন ১৯ বছরের দিব্যা দেশমুখ। গত জুলাইয়ে ফিডে মহিলা বিশ্বকাপে চাম্পিয়ন হন তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক বঙ্গললনা অনুপর্ণা রায়।

বিশ্ব চলচ্চিত্রে ভারতের মুখ বঙ্গললনা, সাহিত্যেও বিরাট স্বীকৃতি: ৮২ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ভারতের বিরাট প্রাপ্তি। সেরা পরিচালকের খেতাব পেয়েছেন বঙ্গললনা অনুপর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি। এই বছরই সাহিত্য ক্ষেত্রে অন্যতম আন্তর্জাতিক খেতাব ‘বুকার প্রাইজ’ জেতেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য এই সম্মান পান তিনি। তাঁর বইয়ের ইংরেজি সংস্করণের জন্য দীপা ভাসতিও পুরস্কৃত হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী মোদির মুকুটে ৩৪তম আন্তর্জাতিক সম্মান।
  • ২০২৫ সালে স্কোয়াস এবং খো খো বিশ্বকাপ চাম্পিয়ন হয়েছে ভারত।
  • ৮২ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ভারতের বিরাট প্রাপ্তি।
Advertisement