shono
Advertisement
Aravalli Region

উন্নয়ন 'অস্ত্রে' আরাবল্লী ধ্বংসের ব্লুপ্রিন্ট! সুপ্রিম রায়ে প্রবল বিতর্কের মুখে সাফাই মোদি সরকারের

পুঁজিপতিদের স্বার্থে আরাবল্লী ধ্বংসের রাস্তা খুলে দিল সরকার!
Published By: Amit Kumar DasPosted: 02:53 PM Dec 22, 2025Updated: 03:36 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পপতি বন্ধুদের পকেট ভরাতে উত্তর ও পশ্চিম ভারতের ফুসফুস প্রাচীন আরাবল্লী পর্বতমালা ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করেছে মোদি সরকার। কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লীতে খননকার্য চালানোর আইনি পথ সুগম করা হয়েছে। এই ঘটনায় ফুঁসে উঠেছে হরিয়ানা, রাজস্থান, গুজরাটের পরিবেশপ্রেমী নাগরিকরা। বিতর্ক চরম আকার নিতেই এবার এই ইস্যুতে মুখ খুলল মোদি সরকার। জানানো হল, খননকার্য হলেও ৯০ শতাংশ আরাবল্লী সুরক্ষিত থাকবে।

Advertisement

আরাবল্লী ইস্যুতে তীব্র প্রতিবাদ ও বিতর্কের মাঝেই কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানালেন, আরাবল্লী পর্বতশ্রেণি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। আরাবল্লী অঞ্চলের পরিবেশের উপর এখনই কোনও বিপদের আশঙ্কা নেই। তাঁর মন্ত্রকের তরফের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অরণ্যের বিস্তৃতি, সংবেদনশীল অঞ্চল ও খননের উপর কড়া নজরদারির মাধ্যমে পাহাড়গুলিকে সুরক্ষিত রাখা হবে। সম্প্রতি এই বিষয়ে এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল, সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। যার অর্থ এটাই যে ১০০ মিটারের কম পাহাড়গুলির সংরক্ষণের আওতায় থাকবে না। অথচ দাবি করা হয়, আরাবল্লীর ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতা ১০০ মিটারের নিচে।

এই ডামাডোলের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, "সুপ্রিম কোর্টের ১০০ মিটার সংক্রান্ত নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ফলে অযথা এই বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোই কাম্য। আরাবল্লীর মোট এলাকা ১ লক্ষ ৪৭ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে মাত্র ০.১৯ শতাংশ এলাকায় খননের অনুমোদন দেওয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী আরাবল্লীর ৯০ শতাংশ এলাকা সংরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত এবং সেই নিয়ম কোনওভাবেই শিথিল করা হবে না।"

তবে সরকার এই দাবি করলেও বিতর্ক এড়ানো যাচ্ছে না। কারণ, ভারতের ভূ-প্রাকৃতিক দিক থেকে আরাবল্লীর গুরুত্ব অপরিসীম। হরিয়ানা থেকে শুরু করে রাজস্থান, গুজরাট ও দিল্লি পর্যন্ত বিস্তৃত আরাবল্লী পর্বতমালা জীববৈচিত্র তো বটেই এইসব অঞ্চলের জলের প্রধান উৎস। এখান থেকেই উৎপত্তি চম্বল, সবরমতী ও লুনি মতো নদী। তা ক্ষতিগ্রস্ত হলে পাহাড়ের বাস্তুতন্ত্রে গুরুতর প্রভাব পড়বে। রাজস্থানের থর মরুভূমির বিস্তৃতি আটকায় আরাবল্লী। এই পর্বতমালা না থাকলে দিল্লিও মরুভূমির কবলে চলে যেত। ফলে পরিবেশকর্মীদের দাবি, আরাবল্লী যদি খনি, রিয়েল এস্টেটের মতো কর্পোরেটদের হাতে পড়ে তবে আরাবল্লি থেকে পাওয়া নিরাপত্তার ৯০ শতাংশই নষ্ট হয়ে যাবে। ভয়ংকর দূষণ তো বটেই সর্বনাশ হবে জীববৈচিত্রের। ভূগর্ভস্থ জলের রিসাইকেল কমে আসবে। জলসংকট চরম আকার নেবে।

কেন পুঁজিপতিদের নজরে আরাবল্লী?
জানা যায়, এই আরাবল্লী পর্বতমালা খনিজ সম্পদে ভরা। স্যান্ডস্টোন, লাইমস্টোন, গ্রানাইট, মার্বেল পাথরের বিপুল ভাণ্ডার রয়েছে এখানে। এছাড়াও, সোনা, তামা, দস্তা, লেড–এর মতো মিনারেল সমৃদ্ধ এই পাহাড়। ফলে দীর্ঘদিন ধরে পুঁজিপতি শিল্পপতিদের লোভাতুর নজর রয়েছে এই পর্বতশ্রেণির উপর। পরিবেশ রক্ষক নিলম আহলুওয়ালি বলেন, পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতকে ধ্বংস করে ফেলতে চাইছে সরকার। যেটি শুধু মরভূমির প্রসারে প্রাকৃতিক বাধা হিসেবেই কাজ করে না। দেশের একটা বড় অংশে জল ও বিশুদ্ধ বাতাস সরবরাহ করে। সাংবাদিক অরবিন্দ চোতিয়া বলেন, 'একটা ১০০ মিটার ফিতে দিয়ে আরাবল্লিকে এ ভাবে মাপা সম্ভব? এটি শুধু একটা পাহাড় নয়, এটা আমাদের লাইফলাইন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরাবল্লীতে খননকার্য চালানোর আইনি পথ খুলে দিয়েছে মোদি সরকার।
  • বিতর্ক চরম আকার নিতেই এবার এই ইস্যুতে মুখ খুলল মোদি সরকার।
  • জানানো হল, খননকার্য হলেই ৯০ শতাংশ আরাবল্লী সুরক্ষিত থাকবে।
Advertisement