shono
Advertisement
Karnataka

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান! গণধোলাইয়ে কর্নাটকে মৃত যুবক, গ্রেপ্তার ১০

এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 06:19 PM Apr 29, 2025Updated: 06:19 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ২৬ জনের মৃত্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এহেন পরিস্থিতিতে শত্রুদেশের পক্ষ নিয়ে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান যুবকের! এই ঘটনার পালটা যুবককে গণপিটুনি দিল উন্মত্ত জনতা। বেলাগাম মারের চোটে মৃত্যু হয়েছে ওই যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের মাঙ্গালুরুতে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত রবিবার দুপুরে এই ঘটনা ঘটে স্থানীয় এক ক্রিকেট ম্যাচ চলাকালীন। ওখানে ১০টি দলের অন্তত ১০০ জন প্লেয়ার উপস্থিত ছিলেন। সেখানেই এক যুবক 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেন। এই ঘটনায় অশান্তি শুরু হয় মাঠে। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে ভিড়। বেধড়ক মারা হয় যুবককে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পর তাঁদের কাছে খবর আসে এলাকার এক মন্দিরের পাশে মৃতদেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফে।

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, যুবকের শরীরে সেভাবে ক্ষতচিহ্ন না থাকলেও তাঁর পেট, গোপনাঙ্গ ও আভ্যন্তরীণ রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে তাঁর। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও মোবাইল ডেটার সূত্র ধরে অভিযুক্তদের সন্ধান করা হচ্ছে। ইতিমধ্যেই ১০ গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। অভিযুক্তদের কড়া শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

এদিকে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, "বেধড়ক মারধর করার পর ওই যুবককে যখন মন্দিরের পাশে ফেলে আসা হয়, তখনও তিনি বেঁচে ছিলেন। সেখান থেকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। জানা যাচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার জন্য গণপিটুনি দেওয়া হয়েছিল যুবককে। আমরা গোটা ঘটনার তদন্ত করছি। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ২৬ জনের মৃত্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
  • এহেন পরিস্থিতিতে শত্রুদেশের পক্ষ নিয়ে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান যুবকের!
  • পাকপন্থী স্লোগানের জেরে গণপিটুনিতে মৃত্যু হল যুবকের।
Advertisement