shono
Advertisement
Karnataka

সাত মাসে ৩ লক্ষ কামড়, ২৬ মৃত্যু! পথকুকুর নিয়ে সুপ্রিম নির্দেশের মধ্যে আতঙ্ক বাড়াল কর্নাটকের রিপোর্ট

গত ৪-১০ আগস্টে মধ্যে ৫,৬৫২টি কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে।
Published By: Kishore GhoshPosted: 12:56 PM Aug 13, 2025Updated: 12:56 PM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুর বনে (সরকারি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে) সুন্দর, না কি পথে! সুপ্রিম নির্দেশের পর এই নিয়ে যখন দেশজুড়ে তুঙ্গে বিতর্ক, সেই সময় প্রকাশ্যে এল কর্নাটকের ভয়ংকর রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে রাজ্যে কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে ২ লক্ষ ৮৬ হাজার। অন্যদিকে সাত মাসে 'ব়্যাবিস' ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধু গত ৪-১০ আগস্টের মধ্যে ৫,৬৫২টি কুকুরে কামড়ানোর ঘটনা সামনে এসেছে। যদিও এই সময়ের মধ্যে মৃত্যুর খবর নেই।

Advertisement

মঙ্গলবার বেঙ্গালুরুতে বিশ্ববিদ্যালয় চত্বর কেনগেরিতে দুই কলেজ পড়ুয়া পথকুকুরের হামলার মুখে পড়েন। তাঁরা ড. বি আর আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র সুজন্যা জি জে এবং রেগা নিকিশিতা। পৌর কমিশনার (স্বাস্থ্য এবং স্যানিটেশন) সুরালকর বিকাশ কিশোর বলেন, কুকুর কামড়ানোয় আহত হওয়ায় দুই পড়ুয়াকে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর মধ্যেই সাত মাসে ২ লক্ষ ৮৬ হাজার কুকুরে কামড়ানোর ঘটনা এবং ২৬ জনের মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণের রাজ্যটিতে। যদিও প্রশাসনের তরফে প্রচারে বলা হচ্ছে, আতঙ্কিত না হয়ে কুকুর কামড়ালে দ্রুত চিকিৎসা শুরু করতে এবং ভ্যাকসিন নিতে হবে।

প্রসঙ্গত, দিল্লিতে পথকুকুরদের কামড়ে জলাতঙ্ক এবং তার জেরে আমজনতার মৃত্যু- দুটোই উদ্বেগজনকভাবে বাড়ছে, এই সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতেই সোমবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরতে হবে। তাদের নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যতটা প্রয়োজন বলপ্রয়োগ করে পথকুকুরদের ধরতে হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। শীর্ষ আদালতের মতে, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপ্রেমীদের কাছে আদালতের প্রশ্ন, পথকুকুরের কামড়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের কি ফিরিয়ে আনা যায়? তাই রাস্তা থেকে পথকুকুরদের একেবারে দূর করতে হবে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মানবিকতার পথ থেকে সরে এসে সুপ্রিম কোর্ট পথকুকুরদের নিয়ে এই নির্দেশ দিয়েছে। এই অবলা প্রাণীগুলিকে সমস্যা বলে দাগিয়ে দেওয়া যায় না। আশ্রস্থল, নির্বীজকরণ, টিকাদান এবং কমিউনিটি কেয়ারের মাধ্যমে নিষ্ঠুরতা ছাড়াই রাস্তাঘাট নিরাপদ রাখা সম্ভব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার বেঙ্গালুরুতে বিশ্ববিদ্যালয় চত্বর কেনগেরিতে দুই কলেজ পড়ুয়া পথকুকুরের হামলার মুখে পড়েন।
  • বিষয়টি নিয়ে মঙ্গলবার সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
Advertisement