shono
Advertisement

Breaking News

Dev Deepawali

দেব দীপাবলিতে ১০ লক্ষ প্রদীপে সাজবে কাশীর ঘাট, প্রস্তুতি যোগী সরকারের

দেব দীপাবলি শুধুমাত্র গঙ্গাতীরে বারাণসীতে উদযাপিত হয়।
Published By: Hemant MaithilPosted: 03:08 PM Sep 23, 2025Updated: 04:53 PM Sep 23, 2025

হেমন্ত মৈথিল: উত্তর প্রদেশের বারাণসীতে দেব দীপাবলি আয়োজনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিল যোগী সরকার। আগামী ৫ নভেম্বর এই উৎসব উপলক্ষে বারাণসীর ঘাটগুলিকে আলকিত করবে ১০ লক্ষ প্রদীপ। এই ১০ লক্ষ প্রদীপের ১ লক্ষ প্রদীপ তৈরি হবে পরিবেশবান্ধব গোবর দিয়ে। প্রশাসনের অনুমান এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে উত্তরপ্রদেশে ভিড় জমাতে চলেছেন দেশি-বিদেশি লক্ষ লক্ষ ভক্ত। সে কথা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ সরকারের।

Advertisement

জানা যাচ্ছে, ৫ নভেম্বর দেব দীপাবলি। তার আগে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজঘাটে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে ত্যহাকবেন স্থানীয় শিল্পীরা। চেত সিং ঘাটে আয়োজিত হবে কাশীর পৌরাণিক কাহিনী অবলম্বনে বিশেষ লেজার শো। গঙ্গার পাড়ে দূষণমুক্ত আতশবাজি প্রদর্শিত হবে। যেখানে থাকবে পরিবেশ সুরক্ষার বার্তা। বিশেষ এই অনুষ্ঠানে আয়োজনের কোনও ত্রুটি রাখতে চাইছে না সরকার।

উল্লেখ্য, দীপাবলি ও দেব দীপাবলি হিন্দু ধর্মের এই দুই উৎসব সম্পূর্ণ ভিন্ন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উদযাপিত হয়। অন্যদিকে দীপাবলির প্রায় ১৫ দিন পরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উদযাপিত হয়। এটি ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। দীপাবলি অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক। বিশ্বাস করা হয় রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের পর এর উৎসবের সূচনা হয়েছিল। পাশাপাশি এই উৎসব দেবী লক্ষ্মীর পুজোর সাথেও জড়িত। অন্যদিকে, দেব দীপাবলি ভগবান শিবের দ্বারা ত্রিপুরাসুর বধের স্মরণে পালিত হয়। এই উৎসব দেবতাদের দীপাবলি হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয়, এই উৎসবে দেবতারা পৃথিবীতে আসেন এবং প্রদীপ জ্বালান। তাছাড়া দীপাবলি গোটা দেশজুড়ে পালিত হলেও দেব দীপাবলি শুধুমাত্র গঙ্গাতীরে বারাণসীতে উদযাপিত হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তর প্রদেশের বারাণসীতে দেব দীপাবলি আয়োজনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিল যোগী সরকার।
  • আগামী ৫ নভেম্বর এই উৎসব উপলক্ষে বারাণসীর ঘাটগুলিকে আলকিত করবে ১০ লক্ষ প্রদীপ।
  • এই ১০ লক্ষ প্রদীপের ১ লক্ষ প্রদীপ তৈরি হবে পরিবেশবান্ধব গোবর দিয়ে।
Advertisement