দেশজুড়ে জারি হয়েছে Unlock 5.0-এর নির্দেশিকা। তবে করোনা সংক্রমণে বিরাম নেই। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৫ জন। মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৬৭৮ জন। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। মৃত ৫ হাজার ৭০ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):
রাত ১০.৪০: আন্দামান-নিকোবরে নতুন করে গত ২৪ ঘণ্টা ১০ জনের শরীরে মিলেছে সংক্রমণ, মোট আক্রান্ত ৩৮৫৮। মৃত্যু হয়েছে মোট ৫৩ জনের।
রাত ১০.১৫: ঝাড়খণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত ৭৩৬ জন, মৃত্যু হয়েছে ৮ জনের।
রাত ৯.৪৮: হরিয়ানায় নতুন করে ১৪৭৬ জনের শরীরে মিলল করোনার জীবাণু। মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থতার সংখ্যা ১৬৭৮।
রাত ৯.২৭: পরীক্ষামূলক প্রয়োগ চলাকালীন স্বেচ্ছাসেবকের অসুস্থতার জের। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল গত ১ মাস ধরে স্থগিত জাপানে। ট্রায়াল বন্ধ আমেরিকাতেও।
রাত ৯.০৬: মহারাষ্ট্রের করোনা গ্রাফে এতটুকুও স্বস্তি নেই। নতুন করে ১৫,৫৯১ জনের শরীরে মিলল জীবাণু, মৃ্ত্যু হয়েছে ৪২৪ জনের।
রাত ৮.৫০: করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। কেরলের এর্নাকুলাম ও কোট্টায়াম জেলায় জারি ১৪৪ ধারা। শনিবার থেকে তিরুঅনন্তপুরমে একসঙ্গে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি।
রাত ৮.১৪: কর্ণাটকের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ঘণ্টায় কর্ণাটকে নতুন করে কোভিড আক্রান্ত ৮৭৯৩, মৃত্যু হয়েছে ১২৫ জনের।
সন্ধে ৭. ৫০: গত ২৪ ঘণ্টা বাংলায় সংক্রমিত ৩,৩১০ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের।
সন্ধে ৭.২৫: রাজস্থানে নতুন করে সংক্রমিত ২,২১১ জন।
সন্ধে ৭.০০: অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ৬, ৫৫৫ জন।
সন্ধে ৬. ৩০: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৩৪ জন।
সন্ধে ৬.০০: কেরলে নতুন করে সংক্রমিত ৯, ২৫৮ জন।
বিকেল ৫.০০: নেপালে রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ২, ৭২২ জন।
বিকেল ৪. ৩০: নাগাল্যান্ডে নতুন করে সংক্রমিত ৭৪ জন।
বিকেল ৪. ২৫: এখনও পর্যন্ত করোনার বলি পুদুচেরির ২৮ হাজার মানুষ।
বিকেল ৪.১০: সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই কঠিন হয়ে উঠতে পারে করোনার চেক ভাঙা, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের।
দুপুর ৩. ৪৫: দীর্ঘ লকডাউন কাটিয়ে প্রায় ২০০ দিন পর সাধারণ দর্শকদের জন্য ফের উন্মুক্ত হতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম।
দুপুর ৩টে: আগামী ১৫ অক্টোবর থেকে পাঞ্জাবে স্কুল খোলার কথা। এর ফলে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা অভিভাবকদের।
দুপুর ১.৩০:তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ২০০৯। মৃত্যু হয়েছে ১০ জনের।
দুপুর ১২.৩০: মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের লোকাল ট্রেনে ওঠার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার।
দুপুর ১২টা: আক্রান্ত হলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
সকাল ১০.৩০: সস্ত্রীক আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে ১০৯৫ জনের।
সকাল ৯টা: প্রবল শ্বাসকষ্টের জেরে হাসপাতালে ভরতি হলেন উত্তরাখণ্ডের মন্ত্রী হরক সিং রাওয়াত।
সকাল ৮.৪৫: ১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৭ কোটি ৬৭ লক্ষ ১৭ হাজার ৭২৮টি নমুনা।
সকাল ৮.৩০: ঘনিষ্ঠ পরামর্শদাতা আক্রান্ত হওয়ার পর নমুনা পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁরা দুজনেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
সকাল ৮টা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত ভারচুয়াল ইনফরমেশন সেশনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
