shono
Advertisement

Breaking News

Property Law

বাড়ি বসেই অনলাইনে সম্পত্তি রেজিস্ট্রেশন! পাশ হবে নয়া বিল, কী কী সুবিধা?

ডিজিটাল-ফার্স্ট পদ্ধতির দিকে এগনোর পথেই সায় বিশেষজ্ঞদের।
Published By: Biswadip DeyPosted: 04:54 PM Jun 03, 2025Updated: 04:54 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছায়া সুনিবিড় শান্তির নীড়- কে না চায়। কিন্তু স্বপ্নের বাড়ি কেনা জীবনের যত বড় মাইলস্টোনই হোক না কেন, সেটার রেজিস্ট্রেশন কিছু কম ঝক্কির নয়। কিন্তু এবার ঘরে বসেই অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। ইতিমধ্যেই এক নতুন বিলের প্রস্তাব পেশ করেছে কেন্দ্র, যাতে সম্পত্তির অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

Advertisement

জেনে নেওয়া যাক এই বিল পাশ হলে বাড়ির ক্রেতারা কী সুবিধা পাবেন?

আপনারা নিজেরাই অনলাইনে সম্পত্তি রেজিস্টার করতে পারবেন। এর জন্য কোনও রেজিস্টারের অফিসে যাওয়ার দরকার পড়বে না।

অনেক কম পেপারওয়ার্ক, দ্রুত প্রসেস ও দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন পড়বে না।

বাধ্যতামূলক ডিজিটাল রেকর্ড রাখার ফলে মজবুত আইনি সুরক্ষা ব্যবস্থা তৈরি হবে।

ব্যাঙ্কে নথি জমা দিয়ে সহজেই দ্রুত ঋণ পাওয়ার সুবিধা।

এছাড়াও যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য, তা হল আর রেজিস্ট্রি অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। শারীরিক ভাবে উপস্থিতই হতে হবে না। কম সময়ে, কম ঝক্কিতেই রেজিস্ট্রি করা যাবে বাড়ি কেনার পর।

পাশাপাশি মনে করা হচ্ছে, সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই লেনদেনে আধুনিক আইনি পরিকাঠামোই প্রতিফলিত হচ্ছে এই নয়া বিলে। কেন্দ্র চাইছে সারা দেশেই একটি সিঙ্গল ডিজিটাল সিস্টেম। আর সেই পথে হাঁটতেই এই বিলের প্রস্তাব।

তবে সেই সঙ্গেই বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, যেহেতু আমরা ক্রমেই ডিজিটাল-ফার্স্ট পদ্ধতির দিকে এগিয়ে চলেছি, তাই সাইবার নিরাপত্তার কথা আমাদের মাথায় রাখতেই হবে। সম্পত্তির তথ্য অর্থাৎ কনট্যাক্ট ডিটেইলস কিংবা বিক্রয়মূল্য ইত্যাদিকে টার্গেট করতেই পারে হ্যাকাররা। সেই দুর্বৃত্তদের ঠেকাতে তাই যথাযথ ব্যবস্থাও রাখতে হবে, এমনই পরামর্শ তাঁদের। সব মিলিয়ে প্রক্রিয়াটি শুরু হলেই এর সুবিধা-অসুবিধা আরও পরিষ্কার বোঝা যাবে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বার ঘরে বসেই অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।
  • ইতিমধ্যেই এক নতুন বিলের প্রস্তাব পেশ করেছে কেন্দ্র।
  • যাতে সম্পত্তির অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
Advertisement