সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চম্বলের (Chambal) জঙ্গল থেকে মিলল কোটার পড়ুয়ার দেহ! ৯ দিন নিখোঁজ থাকার পর তার দেহের খোঁজ মিলেছে। কোটায় থেকে আইআইটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওই পড়ুয়া। পরীক্ষার ঠিক আগেই আচমকা হস্টেল থেকে উধাও হয়ে যায় সে। উল্লেখ্য, গত এক সপ্তাহে কোটা থেকে তিনজন ছাত্র নিখোঁজ হওয়ার খবর মিলেছে।
জানা গিয়েছে, সোমবার কোটা (Kota) থেকে এক ছাত্র গায়েব হয়ে যায়। ১৬ বছর বয়সি রচিত সন্ধ্যা কোটায় আইআইটি (IIT) প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। শেষ সিসিটিভি ফুটেজ বলছে, মধ্যপ্রদেশের বাসিন্দা রচিত জঙ্গল এলাকায় ঢুকেছিল। কিন্তু তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। কয়েকদিন পরেই একটি পরীক্ষায় বসার কথা ছিল। পরীক্ষার আগে কেন জঙ্গলে গিয়েছিল রচিত, সেই নিয়েও প্রশ্ন ওঠে।
[আরও পড়ুন: ম্যারাথন জেরা শেষে নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে গ্রেপ্তার করল ইডি]
কোটা থেকে নিখোঁজ হওয়ার খবর পেয়েই রচিতের সন্ধানে তল্লাশি শুরু করে রাজস্থানের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্নিফার ডগের পাশাপাশি রচিতকে খুঁজতে নামানো হয় ড্রোনও। ৯ দিন ধরে তল্লাশির পরে অবশেষে সোমবার রচিতের দেহ পাওয়া যায়। সূত্রের খবর, চম্বলে টিলার মধ্যে একটি জায়গায় পড়েছিল দেহটি। খুবই দুর্গম এলাকায় দেহ থাকার কারণে বেশ কঠিন হয় উদ্ধারকাজ।
তার পরেই প্রশ্ন উঠছে, ওই দুর্গম এলাকায় রচিত পৌঁছল কী করে? পুলিশের অনুমান, খুব সম্ভবত টিলা থেকে লাফ দিয়েছিল ১৬ বছরের পড়ুয়া। তার জেরেই মৃত্যু হয়েছে রচিতের। উল্লেখ্য, গত এক সপ্তাহে রচিত-সহ তিনজন পড়ুয়া কোটা থেকে নিখোঁজ হয়েছেন। বাকি দুজনেরও কি রচিতের মতোই পরিণতি হয়েছে? উঠছে সেই প্রশ্ন। গত বছর থেকে কোটায় লাফিয়ে বেড়েছে পড়ুয়াদের আত্মঘাতী হওয়ার ঘটনা। চলতি বছরেও পাঁচ পড়ুয়া আত্মহত্যা করেছেন।