shono
Advertisement

Breaking News

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, চোখের জলে বিদায় সুষমার

প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রয়াণে আগামিকাল দেশজুড়ে হতে চলা ধর্মঘট স্থগিত করল আইএমএ৷ The post পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, চোখের জলে বিদায় সুষমার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Aug 07, 2019Updated: 04:45 PM Aug 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখাই ছিল তাঁর অভ্যাস৷ বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোকে কর্তব্য বলে মনে করতেন তিনি৷ কখনও সশরীরে, কখনও সোশ্যাল মিডিয়ায়, দেশ হোক বা বিদেশ, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি৷ হয়ে উঠেছিলেন ‘জনসাধারণের বিদেশমন্ত্রী’ বা ‘টুইটার মন্ত্রী’৷ আজ তিনি অতীত৷ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ভারত হারাল আরও এক বাগ্মী রাজনেতাকে৷

Advertisement

[ আরও পড়ুন: খুশি হয়েছেন কাশ্মীরের ‘পুনর্জন্মে’, শেষ টুইটে মোদিকে ধন্যবাদ জানিয়ে গেলেন সুষমা]

দুপুর ৪টা ৪৫ মিনিট: প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রয়াণে আগামিকাল দেশজুড়ে হতে চলা ধর্মঘট স্থগিত করল চিকিৎসদের সংগঠন আইএমএ৷

দুপুর ৪টে ৩০ মিনিট: গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লোধি রোডের শ্মশানে সম্পন্ন হল সুষমা স্বরাজের শেষকৃত্য৷ চোখের জলে স্ত্রীকে বিদায় জানালেন স্বামী স্বরাজ কৌশল৷ সঙ্গে ছিলেন মেয়ে বাঁশুরি স্বরাজ৷ সেখানেই প্রাক্তন বিদেশমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ মন্ত্রিসভার সদস্যরা৷ 

দুপুর ৩টে: দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর থেকে লোধি রোডের শ্মশানের উদ্দেশে রওনা দিল সুষমা স্বরাজের শববাহী শকট৷

দুপুর ২টো ১০ মিনিট: সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা৷ 

দুপুর ১টা ৪৫ মিনিট: বিজেপি সদর দপ্তরে তেরঙ্গা পাতাকায় ঢেকে প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানান হল৷

দুপুর ১টা ৩০ মিনিট: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করল আরএসএস৷ 

দুপুর ১টা ১৫ মিনিট: সদর দপ্তরে দলীয় পতাকায় সুষমা স্বরাজের মরদেহ ঢেকে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জেপি নাড্ডা৷   

দুপুর ১টা: প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাখ৷

দুপুর ১২টা ৩০: নয়াদিল্লির বাসভবন থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরের উদ্দেশে রওনা দিল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর শববাহী শকট৷

সকাল ১১টা ১০ মিনিট: সহযোদ্ধার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে যান তিনি৷ বলেন, সুষমা স্বরাজের মৃত্যু কেবল বিজেপি নয় দেশের রাজনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতি৷ দলের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন তিনি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানীর নেতৃত্বে সফলতার সঙ্গে কাজ করেন সুষমা স্বরাজ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও একই দায়িত্ববোধের সঙ্গে কাজ করেন তিনি৷ 

সকাল ১১ টা: রাজ্যসভার অধিবেশনের শুরুতেই সুষমা স্বরাজের প্রয়ানে শোকজ্ঞাপন করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু৷

সকাল ১০টা ৪০ মিনিট: প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা৷

সকাল ১০টা ১৫ মিনিট: সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷

সকাল ৯টা ৪০ মিনিট: চোখের জলে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু৷

সকাল ৯টা ২০ মিনিট: প্রয়াত সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে এলেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷ এলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা৷

সকাল ৯টা ১০ মিনিট: নয়াদিল্লির বাসভবনে এসে সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানিয়ে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাঁর স্বামী স্বরাজ কৌশল ও মেয়ে বাঁশুরির সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁদের সমবেদনা জানান রাষ্ট্রপতি৷

সকাল ৯টা: তাঁর সবচেয়ে প্রিয় সহকর্মীকে হারানোয় দুঃখ প্রকাশ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী৷ শোকবিবৃতিতে লিখলেন, ‘‘দেশ আজ এক অনবদ্য রাজনৈতিক নেতাকে হারাল৷ আমার কাছে এটা অপূরণীয় ক্ষতি৷ আমি সর্বদা সুষমা জি’র উপস্থিতি মনে রাখব৷ স্বরাজ জি ও বাঁশুরিকে আমার সমবেদনা৷ ওম শান্তি!’’

সকাল ৮টা ৪০ মিনিট: মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ৷ তাঁকে ভরতি করা হয় নয়াদিল্লির এইমসে৷ রাত ১০টা ৫০ মিনিটে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে থাকেন পরিচিতরা৷ নয়াদিল্লির বাসভবনে আসতে থাকেন কাছের মানুষজন৷ হাজির হন বিজেপির নেতানেত্রীরা৷ মতাদর্শ নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ৷ মঙ্গলবার নয়াদিল্লির বাসভবনেই শায়িত রয়েছে সুষমা স্বরাজের নশ্বর দেহ৷ সেখানে এসেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন প্রিয়জনরা৷ জানা গিয়েছে, বাসভবন থেকে বুধবার দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে৷ সেখানেও তাঁকে শ্রদ্ধা জানাবেন দলের বহু শীর্ষ নেতানেত্রী৷ এরপর দুপুর ৩টের সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লোধি রোডে সম্পন্ন হবে প্রাক্তন বিদেশমন্ত্রীর শেষকৃত্য৷ চোখের জলে ভারত বিদায় জানাবে টুইটারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিদেশমন্ত্রীকে৷

[ আরও পড়ুন:  ‘কাশ্মীরবাসীকে স্যালুট’, লোকসভায় পুনর্গঠন বিল পাশের পরই মুখ খুললেন মোদি ]

The post পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, চোখের জলে বিদায় সুষমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement