বুদ্ধদেব সেনগুপ্ত: প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি হাত চিহ্নে ভোটের ময়দানে গান্ধীর নামতে নাছোড়বান্দা সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা। শাশুড়ি সোনিয়া, শ্যালক রাহুল ছাড়াও মল্লিকার্জুন খাড়গের কাছে তিনি ভোটে দাঁড়াতে চেয়ে কাতর আবেদন জানিয়েছেন বলে এআইসিসি সূত্রে খবর। এখানেই শেষ নয়, নিজের পছন্দের কেন্দ্র হিসাবে রবার্ট আমেঠিকে বেছে বলেও জানা গিয়েছে। একান্তই আমেঠি দেওয়া সম্ভব না হলে দেশের যে কোনও একটি আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ফলে বিড়ম্বনায় পড়েছে গান্ধী পরিবার। তাঁকে প্রার্থী করে বিজেপির হাতে নতুন করে নির্বাচনী অস্ত্র তুলে দিতে চান না সোনিয়া (Sonia Gandhi) ও খাড়গেরা (Mallikarjun Kharge)।
কয়েকদিন আগে রবার্ট দাবি করেন, "আমেঠিকে আমি হাতের তালুর মতো চিনি। সেখানকার বহু মানুষ আমাকে বলছে, এবার আপনি প্রার্থী হোন। বহু মানুষ আমাকে চাইছে। তারা বলছে, আপনি প্রার্থী হলে জিতে যাবেন। জেতানোর দায়িত্ব আমরা নেব।" রবার্টের এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়েছে। যদিও প্রমাদ গুণছে কংগ্রেস (Congress)। দলের বহু নেতা একান্তে বলছেন, রবার্ট প্রার্থী হলে গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির পরিবারতন্ত্র অস্ত্র আরও ধারালো হয়ে উঠবে।
[আরও পড়ুন: বিজেপি-তৃণমূলের লড়াইয়ে নেপোয় মারে দই! দলীয় কার্যালয় থেকে চেয়ার নিয়ে চম্পট চোরের]
অন্যদিকে, সেই আশায় তাল ঠুকছে বিজেপিও। রাহুল গান্ধীকে অমেঠি থেকে ফের প্রার্থী হতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বর্তমান সাংসদ স্মৃতি ইরানি। রাহুল কেরলের ওয়ানাড় থেকেই লড়ছেন। অমেঠিতে প্রার্থী হবেন কি না, এখনও স্পষ্ট নয়। সোনিয়া গান্ধী রাজ্যসভায় চলে যাওয়ার পর রায়বেরলি কেন্দ্র থেকে গান্ধী পরিবারের কেউ প্রার্থী হবেন কি না এখনও স্পষ্ট করেনি দল। প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) স্থানীয় কংগ্রেসিরা চাইলেও তিনি প্রকাশ্যে কিছু জানাননি।
[আরও পড়ুন: প্রথমে ৩৫, পরে ২৫, এখন ৩০, বাংলায় বিজেপির টার্গেট কত? বিভ্রান্ত শাহ নিজেই]
তাৎপর্যপূর্ণ হল, কংগ্রেস দলগতভাবে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি। একান্ত আলোচনাতেও কংগ্রেস নেতারা মুখ খুলতে চাননি। তবে কংগ্রেসের অনেকেই মনে করছেন, রবার্টকে (Robert Vadra) প্রার্থী করা হলে মস্ত বড় ভুল করবেন সোনিয়া। নরেন্দ্র মোদি পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে আরও সক্রিয় হয়ে উঠবেন। কংগ্রেসের অনেকেই বরং চাইছেন প্রিয়াঙ্কাকে রায়বেরলিতে প্রার্থী করা হোক। এআইসিসি সূত্রও বলছে, রবার্টকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরে কোনওরকম আলোচনা হয়নি।