shono
Advertisement
Lok Sabha 2024

ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কে? উদ্ধবের উলটো কথা কেজরিওয়ালের মুখে

রাহুল গান্ধীকে কি প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মানবেন দিল্লির মুখ্যমন্ত্রীর।
Published By: Subhajit MandalPosted: 09:46 PM May 22, 2024Updated: 09:46 PM May 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কি রাহুল গান্ধী (Rahul Gandhi)? প্রশ্ন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর মুখ নিয়ে ইন্ডিয়ার অন্দরে এখনও কোনও আলোচনা হয়নি। আলোচনা হবে ভোটের পর।

Advertisement

ঘটনাচক্রে দিন তিনেক আগে ঠিক এর উলটো কথা বলেছিলেন শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। উদ্ধব দাবি করেছিলেন, "ইন্ডিয়া (INDIA) জোটে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে সেটা সঠিক সময়ে ঘোষণা করা হবে। আমাদের জোটে অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাঁদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী কে হবেন, সেটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু এখনই সেটা ঘোষণা করতে হবে, তার কোনও মানে নেই।”

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের স্বার্থেই বাংলায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা নয়, ব্যাখ্যা তৃণমূলের]

এর আগে রায়বরেলিতে দাঁড়িয়ে অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেছিলেন, ‘উত্তরপ্রদেশই দেশকে প্রধানমন্ত্রী দেবে।’ অখিলেশের সেই মন্তব্যে জল্পনা উসকে যায়, তাহলে কি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখছেন তিনি। উদ্ধব যখন বললেন, প্রধানমন্ত্রীর মুখ ঠিক হয়ে গিয়েছে, তখন সেই জল্পনা আরও উসকে যায়। কিন্তু কেজরি সেই জল্পনায় জল ঢেলে দিলেন। রাহুলই কি প্রধানমন্ত্রীর মুখ? সে প্রশ্নে দিল্লির মুখ্যমন্ত্রী বলে গেলেন, "এ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। আলোচনা হবে ভোটের পর।"

[আরও পড়ুন: ৯ দিন পরে অবশেষে স্বাতীর হেনস্তা কাণ্ডে মুখ খুললেন কেজরি, কী মত দিল্লির মুখ্যমন্ত্রীর?]

তিনি নিজেও কি মুখ্যমন্ত্রী হতে পারেন? সে প্রশ্নের জবাব অবশ্য কেজরি নিজেকে রেস থেকে সরিয়ে নিয়েছেন। তিনি মেনে নিয়েছেন, আপ একটা ছোট্ট দল। মাত্র ২২ আসনে লড়ছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কি রাহুল গান্ধী? প্রশ্ন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  • তাঁর দাবি, প্রধানমন্ত্রীর মুখ নিয়ে ইন্ডিয়ার অন্দরে এখনও কোনও আলোচনা হয়নি।
  • ঘটনাচক্রে দিন তিনেক আগে ঠিক এর উলটো কথা বলেছিলেন শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে।
Advertisement