shono
Advertisement

লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী স্বরা ভাস্কর! জল্পনা তুঙ্গে

Published By: Akash MisraPosted: 09:45 AM Mar 23, 2024Updated: 12:47 PM Mar 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির মাঠে অনেক দিন আগেই নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী তথা সমাজসেবিকা স্বরা ভাস্কর। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁকে বরাবর গর্জে উঠতে দেখা গিয়েছে। আর শোনা যাচ্ছে, কংগ্রেসের টিকিটে এবার নাকি লোকসভা নির্বাচনে লড়বেন স্বরা। সূত্রের খবর, রাহুল গান্ধীর সঙ্গে এই নিয়ে আলোচনাও নাকি সেরে ফেলেছেন অভিনেত্রী। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি স্বরা।

Advertisement

স্বরা যে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন, সে জল্পনা অনেক আগে থেকেই ছিল। সেই জল্পনা আরও জোরদার হয় রাহুল গান্ধীর 'জন ন্যায় পদযাত্রা'য় স্বরার অংশগ্রহণের মধ্যে দিয়ে। রাহুলের সঙ্গে এই র‌্যালিতে পা মিলিয়ে ছিলেন তিনি। সূত্র বলছে, কয়েকদিন আগে মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান রমেশ চেন্নিথালার সঙ্গেও বিশেষ বৈঠক করেন স্বরা। জানা গিয়েছে, সেই বৈঠকে মহারাষ্ট্রের কংগ্রেসের অবস্থান নিয়ে আলোচনা করেন স্বরা।

[আরও পড়ুন: বাঁদরে নিল মিমির সানগ্লাস, কীভাবে ফেরত পেলেন? দেখুন ভিডিও ]

গত বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশাল অ্যাক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে নথিভূক্ত করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে সই সাবুদের বিয়ে সারেন অভিনেত্রী। গত ২৩ সেপ্টেম্বর স্বরার কোলজুড়ে এসেছে ফুটফুটে এই কন্যা সন্তান। বলিউডে ছবি না পেলেও, বিয়ে, প্রেম বিতর্কের কারণে, বার বারই খবরের শিরোনামে উঠে আসেন স্বরা। রাজনীতির আঙিনায় এলে, তাঁকে ঘিরে বিতর্ক যে বাড়বে, তা কিন্তু বলাই বাহুল্য।

[আরও পড়ুন: স্বস্তিকার জীবনে এল নতুন ‘বসন্ত’, রঙের কোন খেলায় মাতবেন অভিনেত্রী?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement