shono
Advertisement

অশান্তির আবহে পুরনির্বাচন, গণতন্ত্রের উৎসবে সাড়া মিলল না ভোটারদের

উপত্যকায় প্রথম দফার পুরভোট শান্তিপূর্ণ৷ The post অশান্তির আবহে পুরনির্বাচন, গণতন্ত্রের উৎসবে সাড়া মিলল না ভোটারদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM Oct 08, 2018Updated: 05:22 PM Oct 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তিপূর্ণভাবে শেষ হল জম্মু-কাশ্মীরের প্রথম দফার দফার পুরনির্বাচন৷ অশান্তির আবহে কড়া নিরাপত্তায় সকাল সাতটা থেকেই শুরু হয় ভোটাভুটি৷ রাজ্যপাল শাসন জারি থাকাকালীন উপত্যকার এই নির্বাচনে ভোটারদের সংখ্যা ছিল অত্যন্ত কম৷ দুপুর একটা পর্যন্ত মোট ৪৩.৪ শতাংশ ভোট পড়েছে৷ তার মধ্যে পুঞ্চে ভোট পড়েছে ৬৩.৫ শতাংশ এবং রাজৌরিতে ভোট পড়েছে ৬৭.৭ শতাংশ৷

Advertisement

[পাকিস্তানের হাতে ব্রহ্মস মিসাইলের গুরুত্বপূর্ণ তথ্য! গ্রেপ্তার আইএসআই চর]

[গুজরাটিদের হামলার জের, মোদির রাজ্য ছাড়ছেন হাজার হাজার হিন্দিভাষী]

কড়া নিরাপত্তায় সোমবার সকাল সাতটা থেকে জম্মুর ২৪৭টি, কাশ্মীরের ১৪৯ ও লাদাখের ২৬টি ওয়ার্ডে চলে ভোটগ্রহণ৷ ১ হাজার ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা৷ সকালের দিকে কেন্দ্রের সামনে ভোটারদের কিছুটা হলেও ভিড় ছিল৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই কমতে থাকে ভোটারদের সংখ্যা৷ দুপুর একটা পর্যন্ত মোট ৪৩.৪ শতাংশ ভোট পড়েছে৷ তার মধ্যে পুঞ্চে ভোট পড়েছে ৬৩.৫ শতাংশ এবং রাজৌরিতে ভোট পড়েছে ৬৭.৭ শতাংশ৷  পিডিপি ও এনসিপি নির্বাচন বয়কট করেছে৷ তাই অশান্তির আবহে ভোটে সেভাবে কেউই সাড়া দেননি বলেই দাবি ওয়াকিবহাল মহলের৷ দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া প্রথম দফার পুরনির্বাচনে মোটের উপর শান্তই ছিল উপত্যকা৷ বান্দিপোরায় বিজেপি প্রার্থীর উপর পাথর নিক্ষেপ করে হামলাকারীরা৷ এই ঘটনা ছাড়া অন্য কোনও অশান্তির খবর পাওয়া যায়নি৷ তবে ভোটারের সংখ্যা কম হওয়ায় হতাশ রাজনীতিকরা৷

[বায়ুসেনা দিবসে ডাকোটার পাশাপাশি আকাশ কাঁপাল মিগ-২৯]

১০ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন৷ ৩৮৪টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে ওইদিন৷ পরবর্তী অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন ১৩ অক্টোবর৷ ২০৭টি ওয়ার্ডে হবে ভোটাভুটি৷ চতুর্থ দফার নির্বাচন ১৬ অক্টোবর৷ ১৩২টি ওয়ার্ডের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা৷ ভোট গণনা হবে ২০ অক্টোবর৷ ওইদিনই জানা যাবে পিডিপি নাকি অন্য কোনও বিরোধী শক্তি, কাকে বেছে নিলেন ভোটাররা৷

The post অশান্তির আবহে পুরনির্বাচন, গণতন্ত্রের উৎসবে সাড়া মিলল না ভোটারদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement