shono
Advertisement
Maharashtra

অমতে বিয়ে আদরের ভাগ্নির, রাগে বউভাতের অনুষ্ঠানে অতিথিদের খাবারে বিষ মেশালেন মামা!

মামা-ভাগ্নির সম্পর্কে চিড় ধরে সম্প্রতি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:53 AM Jan 09, 2025Updated: 02:45 PM Jan 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদরের ভাগ্নি। কিন্তু সেই কিনা অমতে পালিয়ে গিয়ে বিয়ে করল। এটা কোনওভাবেই মেনে নিতে পারেননি মামা। ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি। তাই বদলা নিতে বউভাতের অনুষ্ঠানে অতিথিদের খাবারে বিষ মেশালেন তিনি! তবে স্বস্তির বিষয় এই যে, ওই খাবার কেউ খাননি। কিন্তু অভিযুক্ত পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।    

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা মহারাষ্ট্রের কোলাপুরের উৎরে গ্রামের। অভিযুক্ত ব্যক্তির নাম মহেশ পাটিল। পুলিশ সূত্রে খবর, ছোট থেকে ভাগ্নিকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন তিনি। কোনওদিন কোনও অভাব রাখেননি ভাগ্নির। কিন্তু মামা-ভাগ্নির সম্পর্কে চিড় ধরে সম্প্রতি। গ্রামের এক ছেলেকেই মন দিয়ে বসেন ওই যুবতী। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। প্রথমে পরিবার মেনে না নেওয়ার পালিয়ে বিয়ে করে নেন তাঁরা।   

এই থেকেই যত ঝামেলার সূত্রপাত। বিয়ের পর মেয়েটির পরিবার সব মেনে নিলেও ভাগ্নির এমন কাণ্ড মেনে নিতে পারেননি মহেশ। এই বিয়ে মেনে নিতে অস্বীকার করেন তিনি। এরপর যুবকটির বাড়ি থেকে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয়েছিল মহেশকেও। তখনই ভাগ্নির উপর বদলা নিতে ফন্দি আঁটেন তিনি। অতিথিদের জন্য যেখানে রান্না হচ্ছিল সেখানে গিয়ে খাবারে বিষ মিশিয়ে দেন। কিন্তু তাঁর এই কীর্তি দেখে ফেলেন আশপাশের লোকজন। এরপর তাঁকে আটকানোর চেষ্টা করলে সেখান থেকে পালিয়ে যান মহেশ। ফেলে দেওয়া হয় সব খাবার। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এনিয়ে পুলিশ জানিয়েছে, ফেলে দেওয়া খাবার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে জানা যাবে অভিযুক্ত মহেশ কী ধরনের বিষ মিশিয়ে ছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে খুঁজতে তদন্ত করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ঘটনা মহারাষ্ট্রের কোলাপুরের উৎরে গ্রামের। অভিযুক্ত ব্যক্তির নাম মহেশ পাটিল।
  • পুলিশ সূত্রে খবর, ছোট থেকে ভাগ্নিকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন তিনি।
  • কিন্তু মামা-ভাগ্নির সম্পর্কে চিড় ধরে সম্প্রতি। গ্রামের এক ছেলেকেই মন দিয়ে বসেন ওই যুবতী।
Advertisement