shono
Advertisement
Nitesh Rane

'কেরল মিনি পাকিস্তান, জঙ্গিদের ভোটে সাংসদ রাহুল-প্রিয়াঙ্কা', বিস্ফোরক বিজেপির মন্ত্রী

এর আগে মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুঁশিয়ারি দিয়েছিলেন রানে।
Published By: Amit Kumar DasPosted: 03:07 PM Dec 30, 2024Updated: 03:07 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম শাসিত কেরল রাজ্যকে 'মিনি পাকিস্তান' বলে দাবি করলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী নীতেশ রানে। শুধু তাই নয়, বিধায়কের অভিযোগ, এই মিনি পাকিস্তান থেকে জঙ্গিদের ভোটে সাংসদ হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। নীতেশের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।

Advertisement

মহারাষ্ট্রের পুণেতে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক নীতেশ। সেখানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ শানান বিধায়ক। বলেন, ''মহারাষ্ট্রে হিন্দুদের সরকার গঠিত হয়েছে।'' একইসঙ্গে কেরলের প্রসঙ্গ তুলে বলেন, ''দক্ষিণের কেরল রাজ্যে আসলে মিনি পাকিস্তান। সেই জন্য রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ওখান থেকে নির্বাচনে জিতে আসেন। সব জঙ্গিরা ওঁদের ভোট দেয়। সব সন্ত্রাসবাদীদের একত্রিত করেই এরা সাংসদ হয়েছে।" তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই নীতেশের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির।

মহারাষ্ট্রের সপা নেতা আবু আজমি বলেন, "নীতেশ রানে অত্যন্ত হীন ব্যক্তি। ওনার কাজই হল ঘৃণা ভাষণ দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে ওনার জন্য এমন একটি মন্ত্রক তৈরি করতে পারেন যার কাজ হবে দেশে ঘৃণা ছড়ানো। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ঘৃণা ভাষণ ছড়ালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। আমাদের সরকার কি নপুংসক হয়ে গিয়েছে? নাহলে কেন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না?" একইসঙ্গে তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাব কেরল একটি ধর্মনিরপেক্ষ রাজ্য যারা কোনও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেয়। এই জন্যই বিজেপি নেতাদের এত কষ্ট।"

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের পুত্র নীতেশের ধর্ম নিয়ে ঘৃণা ভাষণ নতুন কিছু নয়। এই বছরের শুরুতে মুম্বইয়ে গনেশ পুজোয় উপস্থিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। শুধু তাই নয়, গত এপ্রিল মাসে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিমদের মসজিদে ঢুকে মারার হুমকি দিয়েছিলেন এই বিধায়ক। এই ধরনের ভাষণের জেরে ইতিমধ্যে ৩৮ মামলা দায়ের হয়েছে রানের বিরুদ্ধে। অবশ্য তাতেও কোনও পরিবর্তন নেই রানের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাম শাসিত কেরল রাজ্যকে 'মিনি পাকিস্তান' বললেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী নীতেশ রানে।
  • বিধায়কের অভিযোগ, এই মিনি পাকিস্তান থেকে জঙ্গিদের ভোটে সাংসদ হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী।
  • নীতেশের মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।
Advertisement