সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছিল একের পর এক পথকুকুর। সাধারণ মানুষের দেখে বুঝতে অসুবিধা হয়নি তাদের সঙ্গে কী ঘটেছে। ওই কুকুরগুলোকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সে আবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। যারা পশুদের জন্য কাজ করে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিও দেখে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, এই ঘটনা দিল্লির শাহদরা জেলার কৈলাশ নগর এলাকার। অভিযুক্তের নাম নওশাদ। যে স্বেচ্ছাসেবী সংস্থায় সে কাজ করত তারাই নওশাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। এমনকী কুকুরদের উপর নারকীয় অত্যাচারের ভিডিও-ও প্রকাশ্যে আসে। যা দেখে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছে। প্রশ্ন করছেন, 'আর কতগুলোকে ধর্ষণের শিকার হতে হয়েছে?' সকলেই অভিযুক্তের কঠোর শাস্তি চেয়েছেন। ভিডিওগুলো খতিয়ে দেখছে তদন্তকারীরা।
এই ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, 'এক যুবকের বিরুদ্ধে বহু কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থা অন্তত ১৩টি কুক্কুরীকে ধর্ষণের অভিযোগ জানিয়েছে। সেখানেই অভিযুক্ত কাজ করত। ওই যুবককে মারধর করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।' এখনও ঘটনার তদন্ত চলছে বলে খবর।